X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৫:৩২আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৩২

রংপুরে ন্যায্য দাম না পেয়ে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত ও বিদেশে রফতানির ব্যবস্থার দাবিতে সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রংপুরের মাহিগঞ্জের সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে বিক্ষোভ করেন তারা। 

কৃষকরা দেড় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আলুচাষি মোজাম্মেল হক, আফতাব উদ্দিন ও সাহেব আলীসহ অন্যরা।

কৃষকরা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। কিন্তু কোল্ড স্টোরেজের (হিমাগার) ভাড়া বৃদ্ধিসহ আলুর দাম কমে গেছে। এতে তাদের উৎপাদিত আলু ‘পানির দামে’ বিক্রি করতে হচ্ছে। 

দেড় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন কৃষকরা

তারা জানান, এক কেজি আলু উৎপাদন করতে খরচ পড়েছে ১১ থেকে ১৩ টাকা। সেই আলু বিক্রি করতে হচ্ছে ৮ থেকে ৯ টাকা কেজিতে। ফলে তাদের উৎপাদন খরচ উঠছে না। উল্টো চড়া সুদে ঋণ নিয়ে তা পরিশোধও করতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। 

বিদেশে আলুর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বিদেশে রফতানির কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বিদেশে আলু রফতানি করার সুযোগ তৈরি হলে লোকসান থেকে রক্ষা পাবেন তারা। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন আশ্বাস দিলে, দুপুর ২টায় অবরোধ তুলে নেন কৃষকরা।

/এসএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা