X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

১০ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ২৮ কোটি টাকা

হিলি প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৯:২৫আপডেট : ১৭ মে ২০২২, ১৯:২৫

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। অর্থবছরের ১০ মাসে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮১ কোটি ৭৬ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকা। অর্থবছরের বাকি সময়ে এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশা করছে কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দরে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাড়তি ৮৭ কোটি টাকা রাজস্ব আহরণ হয়। যার কারণে চলতি ২০২১-২২ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সে হিসাবে অর্থবছরের প্রথম জুলাই মাসে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্ট মাসে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ৩৭ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা।

অক্টোবর মাসে ৩৯ কোটি দুই লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। নভেম্বর মাসে ৪০ কোটি ৩২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। 

ডিসেম্বর মাসে ৩০ কোটি ২৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩২ কোটি ৪৬ লাখ টাকা। জানুয়ারি মাসে ৩৪ কোটি ১২ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ টাকা। 

ফেব্রুয়ারি মাসে ৩৪ কোটি ৪৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৯ কোটি ৩৭ লাখ টাকা। মার্চ মাসে ৪২ কোটি ৫৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৭ কোটি ৬৬ লাখ টাকা। এপ্রিল মাসে ৪২ কোটি ৮১ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৮ কোটি ২৭ লাখ টাকা। 

চলতি ২০২১-২২ অর্থবছরের ১০ মাসে বন্দর থেকে ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে। একই সময়ে ২০২০-২১ অর্থবছরের ১০ মাসে রাজস্ব আহরণ হয়েছিল ৩৫০ কোটি টাকা। হিসাবে বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে তিন কোটি ৪৫ লাখ টাকা বেশি আহরণ হয়েছে। যা দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ না হওয়ার কারণ গত অর্থবছরে রেয়াতি হারে চাল আমদানির সুযোগ দেওয়ায় পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছিল। যার কারণে সে সময় রাজস্ব আহরণ বেশি হয়েছিল। কিন্তু বর্তমানে চাল আমদানিতে শুল্কহার বৃদ্ধি থাকায় বন্দর দিয়ে চাল আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে। বিগত অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ৪২ হাজার ৮৯০ টন চাল আমদানি হয়। যা থেকে রাজস্ব আসে ২৩ কোটি ৭১ লাখ টাকা। কিন্তু চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ৩৬ টন চাল আমদানি হয়েছে। যা থেকে রাজস্ব এসেছে ২৪ লাখ ৬১ হাজার টাকা। একইভাবে গত অর্থবছরের মার্চ মাসে ৫৫ হাজার ৪০ টন চাল আমদানি হয়। যা থেকে রাজস্ব আসে ৩০ কোটি সাত লাখ টাকা। চলতি অর্থবছরের মার্চ মাসে কোনও চাল আমদানি হয়নি। 

তিনি বলেন, গত অর্থবছরের এপ্রিল মাসে ৫৬ হাজার ৫৫১ টন চাল আমদানির বিপরীতে ২৮ কোটি ৯২ লাখ টাকা রাজস্ব আসে। চলতি অর্থবছরের এপ্রিল মাসে চাল আমদানি হয় ৩২ টন। যা থেকে রাজস্ব এসেছে ২২ লাখ টাকা। আমরা প্রত্যাশা করছি, অর্থবছরের শেষ দুই মাসে বন্দর দিয়ে সব ধরনের পণ্যের আমদানি বৃদ্ধি পায়। সেই ধারা যদি চলতি অর্থবছরের বাকি দুই মাসে অব্যাহত থাকে, বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বৃদ্ধি পায় তাহলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। তাছাড়া রেয়াতি হারে চাল আমদানির সুযোগ বিগত বছরের তুলনায় সরকার যদি পুনরায় চলতি অর্থবছরেও প্রদান করে তাহলে এবারও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

/এএম/
সম্পর্কিত
করদাতাদের ওপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে: সালমান এফ রহমান
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে হাকিমপুর উপজেলায় রাজের জয়
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
সর্বশেষ খবর
মিরপুরে ‘অ্যাপ্রোচ’ বদলে খেলবে বাংলাদেশ
মিরপুরে ‘অ্যাপ্রোচ’ বদলে খেলবে বাংলাদেশ
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
দেশে বেকারের সংখ্যা কেন বাড়ছে?
দেশে বেকারের সংখ্যা কেন বাড়ছে?
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের