X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আমদানির খবরে ৪০ টাকার পেঁয়াজ ৩২

হিলি প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৫:২৪আপডেট : ০১ জুলাই ২০২২, ১৫:২৪

ভারত থেকে আমদানি শুরু হচ্ছে—এমন খবরে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে।একদিন আগেও প্রতি কেজি ৪০ টাকা বিক্রি হচ্ছিল। শুক্রবার সকাল থেকে ৩২ টাকা বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষজন। দাম স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।  

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মজনু রহমান বলেন, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছিলাম ২৮ থেকে ৩০ টাকা কেজি। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ৪০ টাকায় উঠেছিল। বাড়তি দামের কারণে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। অবশ্য আজ ৩২ টাকায় কিনেছি। দাম কমায় আমাদের মতো মানুষজনের সুবিধা হয়েছে। দাম স্বাভাবিক রাখার দাবি জানাই।  

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, সরকার অনুমতি না দেওয়ায় মে মাস থেকে হিলিসহ দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এরপরও বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় এ সময়ে দাম কম ছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ পাবনাসহ দেশের বিভিন্ন মোকামে সররবাহ কমায় দাম বাড়তে শুরু করে। মণপ্রতি ৫০০-৬০০ টাকা বেড়ে যায়। যে পেঁয়াজের মণ এক হাজার ২০০ টাকা ছিল সেটি এক হাজার ৮০০ টাকায় উঠে গিয়েছিল। ফলে বাড়তি দামে কিনে বাজারে বেশি দামে বিক্রি করতে হয়েছিল। 

তিনি বলেন, কোরবানির ঈদে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিচ্ছে- এমন খবরে শুক্রবার সকালে মণপ্রতি ৩০৯ টাকা কমেছে। ফলে কম দামে কিনতে পারায় খুচরা বাজারেও দাম কমেছে। আমদানি শুরু হলে ঈদের আগে পেঁয়াজের দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে হিলিসহ দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এ অবস্থায় সরবরাহ কমে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়ে যায়। বাজার নিয়ন্ত্রণে ও কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ফলে পেঁয়াজ আমদানির অনুমতি আসতে পারে। অনেক আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত আইপির অনুমোদন পাওয়া যায়নি। আগামী রবিবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে পারে। যদি আইপি দেয় তাহলে এলসি খুলে সোম বা মঙ্গলবার থেকে আমদানি শুরু হতে পারে। আমদানির খবরে এরই মধ্যে পেঁয়াজের দাম কমে গেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত ৫ মে থেকে পেঁয়াজের আইপি ইস্যু করেনি বাণিজ্য মন্ত্রণালয়। ফলে স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। নতুন করে আইপি প্রদানের কোনও নির্দেশনা আমাদের কাছে আসেনি। এলে আইপি দেওয়া হবে। সেইসঙ্গে আমদানি শুরু হবে।

/এএম/
সম্পর্কিত
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
হিলি দিয়ে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!