X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কামারপাড়ায় বেড়েছে উত্তাপ

হালিম আল রাজি, হিলি
০৭ জুলাই ২০২২, ১৮:২৮আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:২৮

আর মাত্র দুই দিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পশু কোরবানির জন্য সবচেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে এখন ছুরি, চাকু ও দা-বটি। এ জন্য কামারপাড়ায় বেড়েছে উত্তাপ, বেড়েছে ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কামারপাড়ার কর্মীরা। কয়লায় লোহা পুড়িয়ে তাতে হাতুড়ি পিটিয়ে ক্রেতাদের চাহিদামতো পণ্য সরবরাহ করছেন তারা। হিলির কামাররা বলছেন গতবারের চেয়ে কাজের বেশি অর্ডার পাওয়া যাচ্ছে, এতে তারা বেশ খুশি। 

কামারের নিকট চাকু বানাতে আসা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কোরবানির ঈদের আর মাত্র তিন দিন বাকি। এ কারণে পশু কোরবানি দিতে চাকু, ছুরি, দা ও বটি ধার করতে হবে। এজন্য কামারপাড়ায় এসেছি। বাড়িতেই পশু কোরবানির জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে, সেগুলো ধার করে নিতে আসা। এছাড়া এবারে এসব জিনিসের দাম বেশি, যে কারণে দুই-একটি জিনিসের প্রয়োজন হলেও না কিনে পুরনোগুলো ধার করিয়ে নিচ্ছি। আমার মতো অনেকেই একই কাজ করছেন। তারাও তাদের পুরনো জিনিসপত্রগুলো ধার করে কাজ সারছেন।  

 অপর ব্যক্তি আসলাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গতবছর যে চাকু বা বটি ধার করে দিতে কামাররা ৩০ থেকে ৪০ টাকা নিয়েছেন, সেখানে এবার ৭০ টাকা চাইছে। এছাড়া চামড়া ছাড়ানোর যে ছোট চাকুগুলো ছিল, সেগুলোর মজুরি এবার ২০/২৫টাকা করে বেড়েছে। কোরবানির গরু-ছাগলের যেমন দাম বেড়েছে, এর সঙ্গে সঙ্গে চাকু, ছুরি, দা ও বটিরও দাম বেড়েছে।  

হিলি বাজারের কৃষ্ণ কর্মকার নামের এক কামার বাংলা ট্রিবিউনকে বলেন, গতবছর করোনার কারণে সেভাবে মানুষজন পশু কোরবানি দিতে পারেননি। আমাদেরও কাজ কম ছিল। এবারে করোনা পরিস্থিতি অনেকটা ভালো হওয়ায় কোরবানির সংখ্যা বাড়বে। তাই আমাদেরও কাজের চাপ বেড়েছে। তবে এবার লোহার দাম বেশি হওয়ায় মানুষজন নতুন কাটাকাটির সরঞ্জামের বিক্রি কম। আগের জিনিসপত্র দিয়েই সবাই কাজ চালাতে চাইছেন।

তিনি আরও বলেন, আগে বিভিন্ন বাসাবাড়ি ও হোটেলে খড়ি পুড়িয়ে রান্না হতো। তাই কম দামে কয়লা কেনা যেতো। এখন সবাই গ্যাসে রান্না করায় কয়লা তেমন পাওয়া যায় না। এদিকে মৌসুম শুরু হওয়ায় চাহিদা বাড়ায় দোকানিরা কয়লার দাম বাড়িয়ে দিয়েছে। গতবছর যে কয়লা প্রতি ডালি ৩০/৪০টাকা কিনেছি, এবার সেই কয়লা ৬০ টাকা করে নিচ্ছে। যে কারণে দা, চাকু-ছুরির ধার দিতে মজুরি বেড়েছে। 

 হিলি বাজারের লোহার তৈরি বিভিন্ন পণ্যের বিক্রেতা সবুজ মোহন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, গতবছরের তুলনায় এবারে লোহার দাম বেশি, একইসঙ্গে বেড়েছে কয়লার দাম। তােই দা-বটি ও চাকু-ছুরির দাম বেড়েছে। এ কারণে সাধারণ মানুষ গতবছরের সরঞ্জামাদি ধার দিয়ে কোরবানি পার করতে চান। তাই এসব পণ্যের বেচা-কেনা নেই বললেই চলে। 

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, কামারসহ এই ধরনের পেশাগুলো যেন বিলুপ্ত না হয়, সে জন্য প্রধানমন্ত্রী তাদের তালিকা সংগ্রহ করছেন। তারা যেন সুন্দরভাবে এই পেশায় থেকে জীবিকা নির্বাহ করতে পারে, সেজন্য প্রণোদনার ব্যবস্থা করবেন। একইসঙ্গে যারা জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দায়িত্বে রয়েছি, আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। 

/টিটি/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই