X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

ট্রেন ফেলে চলে যাওয়া গার্ডকে অব্যাহতি

দিনাজপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১২:২৩আপডেট : ১৯ জুলাই ২০২২, ১২:২৬

স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৮টায়। ছাড়ার কয়েক মিনিট আগে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা গার্ডের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর ট্রেন থেকে নেমে কথা বলতে বলতে চলে যান তিনি। তাকে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি। তিনি ফিরে না আসায় জরুরিভাবে অন্য গার্ড দিয়ে এক ঘণ্টা ২০ মিনিট পর ট্রেনটি ছাড়া হয়। এতে বিপাকে পড়েন স্টেশনে অপেক্ষমান ট্রেনের শত শত যাত্রী। 

সোমবার (১৮ জুলাই) সকালে দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার অভিযোগে পঞ্চগড়গামী ৪১ নম্বর কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ড ইকবাল বাহারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল ৮টায় কাঞ্চন ট্রেনটি পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে গার্ড কাউকে কিছু না বলেই ট্রেন থেকে নেমে চলে যান। ফলে ট্রেনটি সঠিক সময়ে গন্তব্যে যেতে পারেনি। এক ঘণ্টা ২০ মিনিট বিলম্বে ৯টা ২০ মিনিটে যাত্রা শুরু করে।

তিনি আরও জানান, যদি ট্রেনের গার্ডের কোনও সমস্যা থাকে বা অপারগতা থাকে, তাহলে ট্রেন ছাড়ার কমপক্ষে আধাঘণ্টা আগে জানাতে হবে। কিন্তু তিনি সেটা করেননি এবং আমাদের কিছুই জানাননি। পরে সাইফুল ইসলাম নামে এক গার্ডকে জরুরিভাবে ডেকে ট্রেনটি পরিচালনা করা হয়। এতে এক ঘণ্টা ২০ মিনিট পর ট্রেনটি যাত্রা শুরু করে। এ বিষয়ে ইকবালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই গার্ডকে ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেন ফেলে চলে যাওয়ার জানতে তাকে মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত গার্ড ইকবাল বাহারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বশেষ খবর
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল