X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ মিনিটে লাইসেন্স দিয়ে দৃষ্টান্ত স্থাপন খাদ্য কর্মকর্তার

দিনাজপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২২

প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা টাকা হাতে দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে খাদ্যশস্য সংগ্রহ ও বিপণন লাইসেন্স দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম। শুধু তাই নয়, ডিজিটাল এই লাইসেন্স প্রদান প্রক্রিয়ার নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নও করেছেন তিনি।

লাইসেন্স সপ্তাহ ২০২২ এবং খাদ্যবান্ধব কার্যক্রমে ডিজিটাল ডাটাবেজ প্রস্তুতকরণে বিশেষ ভূমিকা রাখায় খাদ্য বিভাগের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে তাকে সম্মাননা স্মারক তুলে দেন খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। এই সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, বিরল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরন্নবী, বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, চিরিরবন্দর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান পলাশ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, সেতাবগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবেন্দু কুমার রায়সহ জেলার খাদ্য বিভাগীয় সব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ম্যানেজার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বৈধভাবে ব্যবসা করতে এবং সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবসা করতে সব ব্যবসায়ীকে খাদ্যশস্য সংগ্রহ ও বিপণন লাইসেন্স করতে হবে। এতে করে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় হবে অন্যদিকে দেশে কী পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে তা ডিজিটালের মাধ্যমে নিমিষেই সরকার জানতে পারবে। 
বাংলাদেশের মধ্যে এই ইনোভেশন আইডিয়াটি পরিকল্পনা করেন রেজাউল করিম। শুধু তাই নয়, এটি বাস্তবায়ন করেন তিনি। খাদ্যশস্য সংগ্রহ ও বিপণন লাইসেন্স প্রদান করতে আগে লাগতো প্রায় এক সপ্তাহ, এখন ডিজিটাল পদ্ধতিতে লাগে মাত্র ১০ মিনিট। পাশাপাশি খাদ্যবান্ধবের ডাটাবেজে জেলার সবচেয়ে বেশি ৯৬ শতাংশ যাচাই কাজ নির্ধারিত সময়ের মধ্য শেষ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়েছেন রেজাউল করিম। এর আগেও কৃষকদের কাছ থেকে সরকারের গুদামে ধান সংগ্রহ অভিযানে অসামান্য কাজের জন্য তাকে সম্মানীত করেছিল খাদ্য বিভাগ।

রেজাউল করিম জানান, আমি শুধু সরকারের একজন কর্মচারী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আমি চাই সরকারের খাদ্য বিভাগের সব পর্যায়ে স্বচ্ছতা আসুক। একইসঙ্গে সব সেবাগ্রহীতা যেন দ্রুত সময়ের মধ্যেই তার প্রাপ্য সেবাটুকু পান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ