X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১০ মিনিটে লাইসেন্স দিয়ে দৃষ্টান্ত স্থাপন খাদ্য কর্মকর্তার

দিনাজপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২২

প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা টাকা হাতে দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে খাদ্যশস্য সংগ্রহ ও বিপণন লাইসেন্স দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম। শুধু তাই নয়, ডিজিটাল এই লাইসেন্স প্রদান প্রক্রিয়ার নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নও করেছেন তিনি।

লাইসেন্স সপ্তাহ ২০২২ এবং খাদ্যবান্ধব কার্যক্রমে ডিজিটাল ডাটাবেজ প্রস্তুতকরণে বিশেষ ভূমিকা রাখায় খাদ্য বিভাগের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে তাকে সম্মাননা স্মারক তুলে দেন খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। এই সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, বিরল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরন্নবী, বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, চিরিরবন্দর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান পলাশ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, সেতাবগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবেন্দু কুমার রায়সহ জেলার খাদ্য বিভাগীয় সব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ম্যানেজার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বৈধভাবে ব্যবসা করতে এবং সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবসা করতে সব ব্যবসায়ীকে খাদ্যশস্য সংগ্রহ ও বিপণন লাইসেন্স করতে হবে। এতে করে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় হবে অন্যদিকে দেশে কী পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে তা ডিজিটালের মাধ্যমে নিমিষেই সরকার জানতে পারবে। 
বাংলাদেশের মধ্যে এই ইনোভেশন আইডিয়াটি পরিকল্পনা করেন রেজাউল করিম। শুধু তাই নয়, এটি বাস্তবায়ন করেন তিনি। খাদ্যশস্য সংগ্রহ ও বিপণন লাইসেন্স প্রদান করতে আগে লাগতো প্রায় এক সপ্তাহ, এখন ডিজিটাল পদ্ধতিতে লাগে মাত্র ১০ মিনিট। পাশাপাশি খাদ্যবান্ধবের ডাটাবেজে জেলার সবচেয়ে বেশি ৯৬ শতাংশ যাচাই কাজ নির্ধারিত সময়ের মধ্য শেষ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়েছেন রেজাউল করিম। এর আগেও কৃষকদের কাছ থেকে সরকারের গুদামে ধান সংগ্রহ অভিযানে অসামান্য কাজের জন্য তাকে সম্মানীত করেছিল খাদ্য বিভাগ।

রেজাউল করিম জানান, আমি শুধু সরকারের একজন কর্মচারী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আমি চাই সরকারের খাদ্য বিভাগের সব পর্যায়ে স্বচ্ছতা আসুক। একইসঙ্গে সব সেবাগ্রহীতা যেন দ্রুত সময়ের মধ্যেই তার প্রাপ্য সেবাটুকু পান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব