X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেঁচে গেলো ছোট্ট দীপু, মায়ের লাশ এলেও বাবা নিখোঁজ

সাজ্জাদুর রহমান, পঞ্চগড়
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের ভুপেন্দ্রনাথ ও রুপালী রানী দম্পতি সেদিন (রবিবার, ২৫ সেপ্টেম্বর) ছোট্ট সন্তান দীপুকে নিয়ে যাচ্ছিলেন বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে। পথিমধ্যে করতোয়ার আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনে রুপালীর লাশ উদ্ধার করা হয়। তবে ছয় দিনেও সন্ধান মেলেনি ভুপেন্দ্রনাথের (৩৫)।

মর্মান্তিক এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় চার বছরের শিশু দীপু। তার মায়ের লাশের সৎকার হয়েছে। তবে এখনও ফেরেনি বাবা। ছোট্ট দীপুকে সবাই বলছেন, তার বাবা মন্দিরে গেছে তার জন্য খেলনা আনতে। এতে দীপুর অবুঝ মন সান্ত্বনা পেলেও যারা বলছেন তারাও জানেন, দেহে প্রাণ নিয়ে ফিরবেন না ভুপেন্দ্রনাথ।

নাতিকে কোলে নিয়ে ভুপেন্দ্রনাথের বাবা মদন চন্দ্র প্রতিদিনই ঘাট পাড়ে এবং মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে তথ্যকেন্দ্রের সামনে ছেলের লাশের খোঁজ করছেন। বাবা-মা হারানো দীপুর দেখাশোনাও করছেন দাদা।

দীপুর দাদা মদন চন্দ্র বলেন, ‘ছেলে ও তার স্ত্রী নাতিকে নিয়ে নৌকায় পার হচ্ছিল। মাঝ নদীতে নৌকা ডুবে গেলে স্রোতে তারা একে অপরকে হারিয়ে ফেলে। অলৌকিকভাবে দীপুকে জীবিত পেয়েছি। নৌকাডুবির দ্বিতীয় দিন ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামায় দীপুর মায়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। কিন্তু ভুপেন্দ্রনাথকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

দাদার কোলে দীপু

তিনি বলেন, ‘ছেলের বউয়ের লাশ সৎকার করেছি। ছেলে জীবিত ফিরে আসার আশা নেই। লাশ পেলে সৎকার করতে পারতাম। ছেলের লাশের আশায় এখনও আছি। ছয় দিন ধরে নাতি দীপুকে নিয়ে ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গায় ঘুরছি। জিজ্ঞাসা করলে বলি বাবা-মা মন্দিরে গেছে, খেলনা নিয়ে আসবে। এমন একটার পর একটা মিথ্যা কথা বলে তাকে সান্ত্বনা দিতে হচ্ছে। আর কত মিথ্যা কথা বলবো। দীপুকে কীভাবে মানুষ করবো জানি না।’

ইউনিয়ন পরিষদ চত্বরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় দীপুকে নিজের কোলে তুলে নেন। আদর করে বললেন, ‘আমার নামও দীপু। দীপু আমার কোলে এসে সোজা আমার চোখের দিকে নির্বাক তাকিয়ে থাকলো, ও কী যেন বলতে চায়, ওর চোখ সারাক্ষণ কী যেন খুঁজে বেড়াচ্ছে। আমার বুকের ভেতরে হু হু করে উঠলো, গলার মধ্যে কীসের যেন দলা আটকে গেলো, নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। দুর্ঘটনায় মা-বাবা হারানোর বেদনা কতটা নির্মম, যার হারিয়েছে সেই বুঝতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা ওর মায়ের নিথর দেহটি ফেরত দিয়েছি। কিন্তু ওর বাবাকে এখনও ফেরত দিতে পারিনি। জানি না ওর কপালে কী লেখা আছে?’

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার পূজা ও স্নান উৎসবে অংশ নিতে করতোয়া পাড়ি দিয়ে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা। কিন্তু একটি নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠায় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে গত বুধবার পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ তিন জন। নিখোঁজদের খোঁজে আজ সকাল থেকে ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সেন্টমার্টিনে স্পিডবোট-ডুবি, ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা