X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বেঁচে গেলো ছোট্ট দীপু, মায়ের লাশ এলেও বাবা নিখোঁজ

সাজ্জাদুর রহমান, পঞ্চগড়
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের ভুপেন্দ্রনাথ ও রুপালী রানী দম্পতি সেদিন (রবিবার, ২৫ সেপ্টেম্বর) ছোট্ট সন্তান দীপুকে নিয়ে যাচ্ছিলেন বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে। পথিমধ্যে করতোয়ার আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনে রুপালীর লাশ উদ্ধার করা হয়। তবে ছয় দিনেও সন্ধান মেলেনি ভুপেন্দ্রনাথের (৩৫)।

মর্মান্তিক এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় চার বছরের শিশু দীপু। তার মায়ের লাশের সৎকার হয়েছে। তবে এখনও ফেরেনি বাবা। ছোট্ট দীপুকে সবাই বলছেন, তার বাবা মন্দিরে গেছে তার জন্য খেলনা আনতে। এতে দীপুর অবুঝ মন সান্ত্বনা পেলেও যারা বলছেন তারাও জানেন, দেহে প্রাণ নিয়ে ফিরবেন না ভুপেন্দ্রনাথ।

নাতিকে কোলে নিয়ে ভুপেন্দ্রনাথের বাবা মদন চন্দ্র প্রতিদিনই ঘাট পাড়ে এবং মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে তথ্যকেন্দ্রের সামনে ছেলের লাশের খোঁজ করছেন। বাবা-মা হারানো দীপুর দেখাশোনাও করছেন দাদা।

দীপুর দাদা মদন চন্দ্র বলেন, ‘ছেলে ও তার স্ত্রী নাতিকে নিয়ে নৌকায় পার হচ্ছিল। মাঝ নদীতে নৌকা ডুবে গেলে স্রোতে তারা একে অপরকে হারিয়ে ফেলে। অলৌকিকভাবে দীপুকে জীবিত পেয়েছি। নৌকাডুবির দ্বিতীয় দিন ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামায় দীপুর মায়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। কিন্তু ভুপেন্দ্রনাথকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

দাদার কোলে দীপু

তিনি বলেন, ‘ছেলের বউয়ের লাশ সৎকার করেছি। ছেলে জীবিত ফিরে আসার আশা নেই। লাশ পেলে সৎকার করতে পারতাম। ছেলের লাশের আশায় এখনও আছি। ছয় দিন ধরে নাতি দীপুকে নিয়ে ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গায় ঘুরছি। জিজ্ঞাসা করলে বলি বাবা-মা মন্দিরে গেছে, খেলনা নিয়ে আসবে। এমন একটার পর একটা মিথ্যা কথা বলে তাকে সান্ত্বনা দিতে হচ্ছে। আর কত মিথ্যা কথা বলবো। দীপুকে কীভাবে মানুষ করবো জানি না।’

ইউনিয়ন পরিষদ চত্বরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় দীপুকে নিজের কোলে তুলে নেন। আদর করে বললেন, ‘আমার নামও দীপু। দীপু আমার কোলে এসে সোজা আমার চোখের দিকে নির্বাক তাকিয়ে থাকলো, ও কী যেন বলতে চায়, ওর চোখ সারাক্ষণ কী যেন খুঁজে বেড়াচ্ছে। আমার বুকের ভেতরে হু হু করে উঠলো, গলার মধ্যে কীসের যেন দলা আটকে গেলো, নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। দুর্ঘটনায় মা-বাবা হারানোর বেদনা কতটা নির্মম, যার হারিয়েছে সেই বুঝতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা ওর মায়ের নিথর দেহটি ফেরত দিয়েছি। কিন্তু ওর বাবাকে এখনও ফেরত দিতে পারিনি। জানি না ওর কপালে কী লেখা আছে?’

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটে। মহালয়ার পূজা ও স্নান উৎসবে অংশ নিতে করতোয়া পাড়ি দিয়ে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা। কিন্তু একটি নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠায় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে গত বুধবার পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ তিন জন। নিখোঁজদের খোঁজে আজ সকাল থেকে ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আড়িয়াল খাঁয় ডুবে নিখোঁজের দুই দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার
চীনে মাঝনদীতে নৌকা উল্টে ৯ জনের মৃত্যু
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের