X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘সর্বরোগের মহৌষধ’ নামে কী খাচ্ছে মানুষ?

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
০৩ অক্টোবর ২০২২, ১৭:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৮:৩৬

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাটে সাপ্তাহিক বাজার করতে এসে অসুস্থ স্ত্রী মরিয়মের জন্য ওষুধ খুঁজছেন ষাটোর্ধ্ব মোজাম আলী। হাটের ঠিক পূর্বপাশে মাইকে চলছে ‘সর্বরোগ নিরাময়কারী ওষুধ’ বিক্রির প্রচারণা। থমকে দাঁড়ান মোজাম আলী। মাইকে চলা প্রচারণা এক মিনিট শুনে দুই ফাইল কিনে ব্যাগে ভরলেন। কিন্তু ওই ফাইলে ভরা ‘ওষুধ’ নামক তরল পদার্থ আদৌ স্বাস্থ্যসম্মত কিনা, এতে স্ত্রীর রোগ নিরাময় হবে নাকি উল্টো শরীরে নতুন রোগ বাসা বাঁধবে তা জানেন না মোজাম।

‘বাড়িওয়ালির (স্ত্রীর) অসুখ। একবার এই ওষুধ নিয়া খাওয়াইছি। আইজ ফির নিবার কইছে। এজন্য নিছি। বিশ্বাসের ওপর খাওয়াই’ বললেন মোজাম।

যাত্রাপুর হাটে সাপ্তাহিক বাজার করতে আসেন নাগেশ্বরী ও উলিপুর উপজেলার বিভিন্ন চরের মানুষজন। এই বাজারে একাধিক হকার ‘সর্বরোগের মহৌষধ’ বিক্রি করেন। সামুদ্রিক কড মাছের কাঁটা বলে হাটের গলিতে দাঁড়িয়ে তা বিক্রি করছেন সজিব নামের এক হকার। তার দাবি, শরীরের যেকোনো ব্যথা ‘উপশমকারী’ কড মাছের কাঁটা। তার কাছ থেকে এই কাঁটা কিনেছেন একই জেলার বাসিন্দা শাহাবুদ্দিনসহ (৬২) অনেকে।

চিকিৎসক না দেখিয়ে মাছের কাঁটা শরীরে বেঁধে রাখলে ব্যথা ভালো হবে কিনা এমন প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন বলেন, ‘ট্যাহা তো নাই। চিকিৎসক দেহামু কেমন করি। এইডা নিয়া দেখি, যদি ভালা হয়।’

মোজাম আলী ও শাহাবুদ্দিনদের মতো মানুষের অভাব আর সরল বিশ্বাসকে পুঁজি করে ওষুধের নামে অননুমোদিত বিভিন্ন দ্রব্য বিক্রি করছেন এক শ্রেণির হকার। কুড়িগ্রামের বিভিন্ন হাটবাজারে তাদের অবাধ বিচরণ। সর্বরোগের ‘মহৌষধ’ নামে স্বল্প আয়ের মানুষের পকেট কাটছেন তারা। এসব ব্যক্তির কারণে ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন।

অননুমোদিত বিভিন্ন দ্রব্য বিক্রি করছেন এক শ্রেণির হকার

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের নামে এসব অননুমোদিত দ্রব্য সেবনের ফলে মানুষের পাকস্থলী, ফুসফুস, লিভার ও কিডনি ক্ষতিগ্রস্তসহ ক্যানসার সৃষ্টি হচ্ছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এসব পণ্য বিক্রিতে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান তারা।

মোজাম আলীর কেনা ‘ওষুধের’ ফাইলে কার্যকারিতা অংশে লেখা আছে, ‘অরুচি, শুল, শ্বাস-কাস, ভগন্দর, বাতব্যাধি, ক্ষয়রোগ, বমি, কুষ্ঠ, মেহ, উদর রোগ, এলার্জি ও ভিটামিন এ, বি, এবং সি-এর অভাবজনিত রোগে কার্যকরী।’ 

‘এক ওষুধের বহুমুখী রোগ নিরাময় ক্ষমতা’ মাইকে একই ধরনের বর্ণনা দিয়ে প্রচারণা চালাচ্ছেন হকার আমিন আলী। তার পাশেই আরেক হকার বাদ্যযন্ত্রের তালে নাচে গানে মানুষ জড়ো করে ‘ক্যালসিয়াম’ ট্যাবলেট বিক্রি করছেন। প্রতি পাতা (১০টি ট্যাবলেট) ২০ টাকা। স্বল্পমূল্যে বহু গুণের প্রচারণা শুনে পরিণতি না ভেবেই সেই ট্যাবলেট কিনছেন মানুষজন। 

বাজারের কিছুটা দক্ষিণে সজিব কবিরাজ ‘কুড়িগ্রাম ধরলা আয়ুর্বেদ ঔষধালয়’ নামে পশরা সাজিয়ে বিক্রি করছেন যৌনশক্তি বর্ধকসহ নানা রোগের ওষুধ। ভয়ঙ্কর বিষয় হলো তিনি প্রকাশ্যে পারদ মিশিয়ে ‘মহৌষধ’ বানাচ্ছেন। আকর্ষণীয় প্রচারণায় কার্যকর ভেবে সেসব কিনছে মানুষ।

‘পারদ দিয়ে আমি ওষুধ তৈরি করি। ১১০টা গাছ-গাছড়া লাগে। ১৬ দিনের একটা কোর্স দেবো। ১০০ ভাগ গ্যারান্টি সহকারে ওষুধ তৈরি করে দেবো।’ সজিব কবিরাজের এমন প্রচারণার পরই চর ভাগবতীপুরের বাসিন্দা গোলজার হোসেনসহ একাধিক ব্যক্তি তার কাছ থেকে ‘ওষুধ’ নিলেন। তারাও জানেন না এর পরিণতি আসলে কী!

এসব ‘ওষুধে’ কাজ হয় না

আসলেই কী এসব পণ্যে মানুষের রোগ ভালো হয়? মানুষ কেন এসব কিনছে? এসব প্রশ্নের উত্তর মেলে ক্রেতা-বিক্রেতাদের কাছেই।

গোলজার হোসেন বলেন, ‘আগে একবার নিয়া গেছি। উপকার হইছে। সেজন্য আবার নিতাছি। তবে কী ধরনের উপকার হয়েছে তার জবাব পাওয়া যায়নি।

সর্বরোগের ‘মহৌষধ’ নামে স্বল্প আয়ের মানুষের পকেট কাটছেন তারা

স্ত্রীর জন্য দুই ফাইল কিনে নেওয়া মাঝের চরের বাসিন্দা দিনমজুর মোজাম আলী বলেন, ‘ডাক্তার দেখাবার পাই না। সে পয়সা নাই। এগো কাছে অল্প টাকায় ওষুধ পাই। এজন্য কিনি। বিশ্বাসের ওপর খাওয়াই।’

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুসারচরের গৃহবধূ ফারজানা বলেন, ‘চরে কোনও স্বাস্থ্যসেবা নাই। পুরুষরা হাট থাইকা যে ওষুধ নিয়া আইসা দেয় আমরা তাই খাই।’

এসব দ্রব্য বিক্রেতারাও জানেন এতে মানুষের রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারপরও ‘জীবিকার’ প্রয়োজনে মানুষের কাছে এসব দ্রব্য বিক্রি করছেন তারা। এমনটাই জানালেন বিক্রেতা আমিন। যদিও এই বিক্রেতাকেই দেখতে রোগাক্রান্ত মনে হচ্ছিল।

আমিন বলেন, ‘আমরা যতটা বলি ততটা কাজ করে না। তবে মানুষের ছোট ছোট কিছু উপকার হয়। পেটের দায়ে এই ব্যবসা করি। কিছু করে তো খাইতে হবে।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন

রংপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ও বক্ষব্যাধি মেডিসিন বিভাগের প্রধান ডা. তাপস বোস বলেন, ‘এগুলো ওষুধ নয়, বিষ। মানুষের শরীরে এসব বিষের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। এগুলো সেবনের ফলে আমাদের শরীরের প্রধান অঙ্গগুলোর ওপর চাপ তৈরি হয়। বিশেষত বুক ধড়ফড় করা, হাত-পা ও শরীরে পানি জমে যাওয়া, কর্মক্ষমতা কমে যাওয়া, সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।’

এই চিকিৎসক আরও বলেন, ‘ওষুধ নামের এসব বিষ সেবনে আমাদের শরীরের হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি এমনকি হাড়ের ওপর মারাত্মক চাপ তৈরি হয়। ধীরে ধীরে এসব অঙ্গ বিকল হয়ে যায়। ফলে হৃদরোগ, ফুসফুসের রোগ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত ক্যানসার হতে পারে।’

এসব দ্রব্য সেবনে একই ধরনের ক্ষতিকর প্রভাবের কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। তিনি বলেন, ‘ওষুধ এমন একটি দ্রব্য যেটি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে প্রস্তুত করতে হয়। অধিকাংশ ওষুধ প্রেসক্রিপশন ছাড়া ক্রয়-বিক্রয় করা যায় না। যারা হাটবাজারে দোকান সাজিয়ে ওষুধের নামে এসব বিক্রি করছেন, এটি শতভাগ বেআইনি। এভাবে মানুষের হাতে এসব বিষ তুলে দিয়ে জনস্বাস্থ্যের ওপর হুমকি তৈরি করা হচ্ছে।’

সামুদ্রিক কড মাছের কাঁটা বলে তা বিক্রি করছেন হকার সজিব

‘এসবের মধ্যে উত্তেজক কিছু দ্রব্য মানুষের স্নায়ুতন্ত্রে উত্তেজনা তৈরির জন্য দেওয়া হয়। এগুলো সঠিকভাবে পরীক্ষিত ও অনুমোদিত নয়। এগুলো গ্রহণ করলে প্রথমত খাদ্যনালী ও পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়। লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলো কিডনির কার্যকারিতা নষ্ট করে দেয়। ফলে প্রতি বছর প্রচুর মানুষ এসব অঙ্গ সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হচ্ছে’ বলেছেন ডা. লেলিন।

নিয়ন্ত্রণ করবে কে?

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে  এসব পণ্য আয়ুর্বেদিক বলে বিক্রি হয়। এগুলো ওষুধ প্রশাসনের দেখার কথা।’

ওষুধ প্রশাসন অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিএম জাহিদ হায়দার বলেন, ‘এসব পণ্য বিক্রি নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন দোকানে অভিযান চালাই। কারও কাছে পাওয়া গেলে মামলা দিচ্ছি। হাটবাজারে যাতে এসব দোকান বসতে না পারে সেজন্য হাট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি আমরা। এসব পণ্য বিক্রি নিয়ন্ত্রণে আমরা সক্রিয়।’

/এএম/
সম্পর্কিত
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা গায়েব
বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা