X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কতদিন পর দেখা, স্বজনদের চোখের জলে ভিজলো কাঁটাতারের বেড়া

হালিম আল রাজী, হিলি
০৫ অক্টোবর ২০২২, ১১:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:০৪

‘সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দুই বাংলাকে ভাগ করে দিলেও আমাদের মনকে তো আর ভাগ করতে পারেনি। আগে তো দুই বাংলা একই ছিল। আমাদের যেমন অনেক স্বজন ভারতে রয়েছে, তেমনি তাদের অনেক স্বজন রয়েছে বাংলাদেশে। প্রতিবছর দুর্গাপূজাকে ঘিরে ভারতে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে আমরা অধীর আগ্রহে থাকি। অন্যান্য বছর দেখার করার সুযোগ মিলতো। কিন্তু এবার এসে আর দেখা করতে পারছি না। শুধু দূর থেকে একটু হাত নেড়ে ইশারায় মনের ভাব প্রকাশ করতে হচ্ছে।’

কথাগুলো বলছিলেন বগুড়া থেকে দিনাজপুরের হিলি সীমান্তে আসা স্বাগত সাহা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তার মতো অনেকেই সীমান্তের ওপারে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছেন। সীমান্তের বাংলাদেশ অংশে যেমন দর্শনার্থীরা ভিড় করছেন, তেমনি ভারত অংশেও ভিড় দেখা যাচ্ছে। কেউবা এসেছেন পূজা দেখতে, কেউ এসেছেন সীমান্তের ওপারে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে। কিন্তু সীমান্তে বিজিবি ও বিএসএফের কঠোরতার কারণে দূর থেকে হাত নেড়ে একে-অপরের সঙ্গে ইশারায় কথা বলছেন। তারপরও এতদিন পর দূর থেকে হলেও স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকে আবেগ কান্নাকাটিও করছেন।

স্বাগত সাহা বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘কলকাতা থেকে আমার আত্মীয়-স্বজন এসেছিল। কিন্তু দেখা করা সম্ভব হলো না। আমাদের অনুরোধ, হিন্দু সম্প্রদায়ের মানুষকে অন্তত একটি দিন ৫-১০ মিনিট সীমান্তের ওপারের স্বজনদের সঙ্গে দেখার করার সুযোগ দেওয়া হোক।’

দূর থেকে হাত নেড়ে স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলে বাড়ি ফিরছেন দর্শনার্থীরা

গাইবান্ধা থেকে আসা দিপা রানী বলেন, ‘আমরা পরিবার-পরিজন নিয়ে হিলি সীমান্ত এলাকা ও ভারতের পূজা দেখার জন্য এসেছি। কখনো আমরা দেখিনি, তবে শুনেছি এখান থেকে নাকি ভারতের প্রতিমা দেখা যায়। সেটি দেখার জন্যই আসা। এখান থেকে যতটুকু দেখলাম তাতে ভালোই লাগলা। যদি ওপারে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো।’

কৃষ্ণ চন্দ্র রায় নামে একজন বলেন, ‘আমার শ্বশুর ও শ্বাশুড়ি ভারতে থাকেন। তাই তাদের দেখার জন্য প্রতিবছর হিলি সীমান্তে আসি। সেই ধারাবাহিকতায় এবারও এসেছি। কিন্তু এবার তাদের সঙ্গে দেখা হলো না। বিজিবি যেতেই দিচ্ছে না। এতে খুব খারাপ লাগছে। গতবছর দেখা হয়েছে। তার আগের বছর দেখা হয়েছিল।’

সীমান্তে আসা তপন চন্দ্র বলেন, ‘সীমান্তের এই পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই পাড়ে ভারতে থাকা আমাদের স্বজনরা দাঁড়িয়ে রয়েছেন। শুধু দূর থেকেই তাদের যেমন আমরা দেখছি, তারাও ঠিক তেমনিভাবে আমাদের দেখছেন। দুই পাড়ে দাঁড়িয়ে থেকেই চোখের ইশারায় ও হাত নেড়ে ভাব বিনিময় করছি। এর মাঝেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে।’

দুর্গাপূজা উপলক্ষে অনেকেই সীমান্তের ওপারে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছেন

দুর্গাপূজা শুরুর পর থেকেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানে হিলি সীমান্তে আসছেন দর্শনার্থীরা। ভারতের অভ্যন্তরেও বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন বাংলাদেশের পূজা দেখতে। কিন্তু পারাপার হতে না পারায় শূন্যরেখার অদূরে দুই পাশে দাঁড়িয়ে দুই দেশের দর্শনার্থীরা একে অপরকে দেখছেন। সেই সঙ্গে সীমান্তের পাশ দিয়ে রেললাইনে ঘুরছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার দ্বিগুণ বেড়েছে। সেই সঙ্গে সীমান্তে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেহেতেু হিলি একটি স্থলবন্দর ও ভারত বাংলাদেশের নিকটতম সীমান্তবর্তী এলাকা, খুব কাছ থেকে বাংলাদেশ থেকে যেমন ভারতকে দেখা যায় তেমনি ভারত থেকে বাংলাদেশকে দেখা যায়। এছাড়া সীমান্তের ভারত অংশে খুব নিকটতম এলাকায় বিশাল আকৃতির একটি দুর্গাপূজার মণ্ডপ রয়েছে। অনেকেই দূর থেকে সেই পুজামণ্ড দেখার জন্য  শূন্যরেখায় ভিড় করেন।’

/এসএইচ/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
মিয়ানমারের ১৯৬ সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হবে এ মাসেই
দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবির ডিজি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা