X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাবার ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২৩:১৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২৩:৩৫

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে সদ্যপ্রয়াত চেয়ারম্যান ডা. এনামুল হকের ছেলে মো. মাহফুজার রহমান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে এই ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফল ঘোষণা করেছেন।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মো. মাহফুজার রহমান পেয়েছেন পাঁচ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নুরজামাল বাবলু আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৩৫ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মোগলবাসা ইউনিয়নের ১০ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫০ জন। আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. রোকন মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে মো. আজাগার আলী ও ঘোড়া প্রতীকে মো. ইয়াকুব আলী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে বাবলু মিয়া জয়লাভ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

/এএম/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
দিনাজপুরে ইউপি নির্বাচনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ