X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হাছান মাহমুদ আসলে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী: নজরুল ইসলাম খান

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৯:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪

তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তথ্যমন্ত্রী সারা দিন জিয়া, খালেদা ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। সেক্ষেত্রে তার কথার জবাব দেওয়াটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। তথ্যমন্ত্রী আসলে জিয়ার পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। উনি দিনরাত দেশের কথা না বলে, শুধু জিয়া পরিবারেরই সমালোচনা করেন।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতে দেওয়া ২৭ দফা দাবির বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব নির্বাচনকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ। যে কারণে দ্বন্দ্ব-ফ্যাসাদ একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে মানুষের মধ্যে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুলের দেশে বিদেশে সুনাম রয়েছে। তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটকে রাখলে সরকারের ক্ষতি ছাড়া লাভ হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন, সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আমাদের দেশে যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, সেখানে গণতন্ত্র আছে বলাটা হাস্যকর। আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেশের কাঠামোকে ভেঙে ফেলেছে। তাই রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাব করা হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগের পর বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তারের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির পদত্যাগ করা আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন নিয়েছেন। আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। প্রত্যেক দলেই এমন মানুষ পাওয়া যায়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লা মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি