X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাছান মাহমুদ আসলে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী: নজরুল ইসলাম খান

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৯:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪

তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তথ্যমন্ত্রী সারা দিন জিয়া, খালেদা ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। সেক্ষেত্রে তার কথার জবাব দেওয়াটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। তথ্যমন্ত্রী আসলে জিয়ার পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। উনি দিনরাত দেশের কথা না বলে, শুধু জিয়া পরিবারেরই সমালোচনা করেন।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতে দেওয়া ২৭ দফা দাবির বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব নির্বাচনকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ। যে কারণে দ্বন্দ্ব-ফ্যাসাদ একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে মানুষের মধ্যে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুলের দেশে বিদেশে সুনাম রয়েছে। তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটকে রাখলে সরকারের ক্ষতি ছাড়া লাভ হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন, সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আমাদের দেশে যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, সেখানে গণতন্ত্র আছে বলাটা হাস্যকর। আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেশের কাঠামোকে ভেঙে ফেলেছে। তাই রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাব করা হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগের পর বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তারের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির পদত্যাগ করা আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন নিয়েছেন। আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। প্রত্যেক দলেই এমন মানুষ পাওয়া যায়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লা মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
আমরা চাই শক্তিশালী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে ভূমিকা রাখুক: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া