X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

লালমনিরহাট সীমান্তে এক কৃষকের কাছে মিললো ৫ কেজির বেশি সোনা

লালমনিরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:০৭

লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে ৪৫টি সোনার বারসহ আজিজার রহমান (৫৮) নামে এক কৃষককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) জব্দ করা সোনা ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। সেগুলো লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। সোনাসহ আটক কৃষকের বিরুদ্ধে জেলার আদিতমারী থানায় মামলা দিয়ে হস্তান্তর করেছে বিজিবি। 

আটক আজিজার রহমান আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় এলাকায় কৃষক হিসেবে পরিচিত।    

জানা গেছে, লালমনিরহাট জেলার ইতিহাসে এটি সর্বোচ্চ সোনা চোরাচালান ধরা পড়েছে। এই নিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুটি সোনার বার পাচার করার সময় রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৫৮) নামে এক পাসপোর্টযাত্রীকে বিজিবি ও পুলিশ আটক করেছিল। সেটি জেলার প্রথম সোনা চোরাচালানের ঘটনা। দ্বিতীয় ঘটনাটি ২০২১ সালের ১৯ নভেম্বর বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা বিএসএফের হাতে পাঁচটি সোনার বারসহ এক পাসপোর্টধারী ভারতীয় নাগরিক আটক হন। আর আজ এই বড় চালানটি ধরা পড়লো। আটক ব্যক্তির ভাষ্যমতে, তিনি এর আগে আরও ৬/৭টি চালান পাচার করেছেন।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, সোমবার গভীর রাতে সোনা চোরাচালানের গোপন খবর পেয়ে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিঘলটারী বিওপির মেইন পিলার ৯২৫ এর সাব পিলার ৭ এর কাছে ওতপেতে থাকে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আজিজার রহমান নামে এক বয়স্ক মানুষকে সীমান্তের দিকে আসতে দেখা যায়। টহলদলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে দেহ তল্লাশি করে কোমরে কাপড় দিয়ে বাঁধা দুটি প্যাকেট পায়। তাকে আটক প্যাকেটসহ ক্যাম্পে নিয়ে আসে। পরে প্যাকেট খুললে ২৪ ক্যারেটের ৪৫টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার ওজন পাঁচ কেজি ২৪৮ দশমিক ৭২ গ্রাম। যা ৪৫০ ভরি তিন আনা এক রতি। এসব সোনার বর্তমান বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আজিজার রহমানকে এর আগে কয়বার সোনা পাচার করেছে- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি গত এক বছরে ৬/৭টি চালান ভারতে পাচার করার কথা জানান। তবে তিনি মালিকদের কারও নাম-পরিচয় প্রকাশ করেননি।

লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ‘আমার জানামতে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূর্বে কখনও সোনা আটকের তথ্য নেই। এটাই প্রথম কোনও সোনা চোরাচালানের সময় হাতেনাতে আটক করার ঘটনা। তার বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলাসহ হস্তান্তর করা হয়েছে। জব্দ করা সোনা লালমনিরহাট ট্রেজারি অফিসে জমার দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ১৮টি সোনার বার দুবাইয়ের এবং ২৭টি দেশীয় সোনার বার।’

/এফআর/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
সর্বশেষ খবর
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার