X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে একরাতে ১৪ মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একরাতে ১৪টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নে ৯টি, পাড়িয়া ইউনিয়নে চারটি ও চাড়োল ইউনিয়নে একটি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করা হয়।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত। 

প্রবীর কুমার গুপ্ত বলেন, ‘শনিবার রাতের কোনও একসময়ে ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি এলাকার ৯টি, পাড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার চারটি ও চাড়োল ইউনিয়নের সাহবাজপুর নাথপাড়া এলাকার একটি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বেশিরভাগ প্রতিমা রাস্তার পাশে স্থাপিত মন্দিরের। সেসব মন্দিরে কালী, সরস্বতী, লক্ষ্মী ও মনসার প্রতিমা ছিল। প্রতিমাগুলোর মাথা, হাত ও পাসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না।’

কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এখনও চিহ্নিত করা যায়নি

কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এখনও চিহ্নিত করা যায়নি উল্লেখ করে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছি আমরা। তদন্ত চলছে। আশা করছি, শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।’

হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের শঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, ‘দুর্বৃত্তরা যদি এতই সাহসী হতো তাহলে রাতের আঁধারে জনশূন্য স্থানে কাপুরুষের মতো এমন অপকর্ম করতো না। সবার সামনে এসেই ভাঙতো। তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘‌শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করছি আমরা। ঘটনায় জড়িত যে হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ বলেন, ‘‌ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি থেকে টাকাহারা পর্যন্ত একটি হরিবাসর মন্দির, একটি কৃষ্ণ ঠাকুর মন্দির, পাঁচটি মনসা মন্দির, একটি লক্ষ্মী মন্দির ও একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া চাড়োল ইউনিয়নে একটি কালী মন্দির, পাড়িয়া ইউনিয়নে একটি বুড়াবুড়ি মন্দির, একটি লক্ষ্মী মন্দির, একটি আমাতি মন্দির এবং একটি মাসানমাঠ মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমাগুলোর হাত-পা, মাথা ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে ফেলেছে তারা। আবার কিছু প্রতিমা ভেঙে পুকুরে ফেলেছে। আমরা চাই, প্রশাসন ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।’ 

একরাতে ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঘটনাস্থল পরিদর্শন করেছি, গুরুত্ব দিয়ে ঘটনাটি আমরা তদন্ত করছি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সচেতনতামূলক কাজ করা হবে। ঘটনার পর থেকে উপজেলার প্রত্যেকটি মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিকাল ৪টার দিকে সিন্দুরপিণ্ডি এলাকার হরিবাসর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। এ সময় তিনি বলেন, ‘এই মন্দিরটি বড় ও ঐতিহ্যবাহী। অনেক মানুষ এখানে প্রতিনিয়ত আসেন। এই মন্দিরের সবগুলো প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’ এটি খুবই দুঃখজনক ও আতঙ্কের। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

/এএম/
সম্পর্কিত
কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার
সর্বশেষ খবর
কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত
কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ 
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ 
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন সামান্তা?
নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন সামান্তা?