X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে একরাতে ১৪ মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একরাতে ১৪টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নে ৯টি, পাড়িয়া ইউনিয়নে চারটি ও চাড়োল ইউনিয়নে একটি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করা হয়।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত। 

প্রবীর কুমার গুপ্ত বলেন, ‘শনিবার রাতের কোনও একসময়ে ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি এলাকার ৯টি, পাড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার চারটি ও চাড়োল ইউনিয়নের সাহবাজপুর নাথপাড়া এলাকার একটি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বেশিরভাগ প্রতিমা রাস্তার পাশে স্থাপিত মন্দিরের। সেসব মন্দিরে কালী, সরস্বতী, লক্ষ্মী ও মনসার প্রতিমা ছিল। প্রতিমাগুলোর মাথা, হাত ও পাসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না।’

কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এখনও চিহ্নিত করা যায়নি

কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এখনও চিহ্নিত করা যায়নি উল্লেখ করে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছি আমরা। তদন্ত চলছে। আশা করছি, শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।’

হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের শঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, ‘দুর্বৃত্তরা যদি এতই সাহসী হতো তাহলে রাতের আঁধারে জনশূন্য স্থানে কাপুরুষের মতো এমন অপকর্ম করতো না। সবার সামনে এসেই ভাঙতো। তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘‌শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করছি আমরা। ঘটনায় জড়িত যে হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ বলেন, ‘‌ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি থেকে টাকাহারা পর্যন্ত একটি হরিবাসর মন্দির, একটি কৃষ্ণ ঠাকুর মন্দির, পাঁচটি মনসা মন্দির, একটি লক্ষ্মী মন্দির ও একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া চাড়োল ইউনিয়নে একটি কালী মন্দির, পাড়িয়া ইউনিয়নে একটি বুড়াবুড়ি মন্দির, একটি লক্ষ্মী মন্দির, একটি আমাতি মন্দির এবং একটি মাসানমাঠ মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমাগুলোর হাত-পা, মাথা ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে ফেলেছে তারা। আবার কিছু প্রতিমা ভেঙে পুকুরে ফেলেছে। আমরা চাই, প্রশাসন ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।’ 

একরাতে ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঘটনাস্থল পরিদর্শন করেছি, গুরুত্ব দিয়ে ঘটনাটি আমরা তদন্ত করছি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সচেতনতামূলক কাজ করা হবে। ঘটনার পর থেকে উপজেলার প্রত্যেকটি মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিকাল ৪টার দিকে সিন্দুরপিণ্ডি এলাকার হরিবাসর মন্দির পরিদর্শনে গিয়েছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। এ সময় তিনি বলেন, ‘এই মন্দিরটি বড় ও ঐতিহ্যবাহী। অনেক মানুষ এখানে প্রতিনিয়ত আসেন। এই মন্দিরের সবগুলো প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’ এটি খুবই দুঃখজনক ও আতঙ্কের। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

/এএম/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
সর্বশেষ খবর
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট