X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রংপুরের ৫৪৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

লিয়াকত আলী বাদল, রংপুর
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০

রংপুর জেলার ৫৪৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এমন পরিস্থিতিতে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে দাফতরিক নানা কাজে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক ও সংশ্লিষ্টদের।

শিক্ষকরা বলছেন, গত ১৩ বছর ধরে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ কিংবা পদোন্নতি পুরোপুরি বন্ধ রয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদফতরকে বহুবার লিখিতভাবে জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের নানা ধরনের দাফতরিক কাজ করতে গিয়ে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করাতে পারছেন না। সেইসঙ্গে একজন প্রধান শিক্ষক যেভাবে দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের দাফতরিক কাজগুলো করবেন, তা একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষে করা সম্ভব হয়ে উঠে না। আবার প্রধান শিক্ষকের পদ শূন্য মানে বিদ্যালয়ে একজন শিক্ষক নেই। এ অবস্থায় পাঠদান ব্যাহত হওয়া স্বাভাবিক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ৪৫৫টি। এর মধ্যে ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৩০২টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। এর মধ্যে কাউনিয়া উপজেলার ২৪টি, গংগাচড়ার ১৯টি, তারাগঞ্জের ৪১টি, পীরগঞ্জের ১৩টি, পীরগাছার ৩৫টি, বদরগঞ্জের ৩৩টি, মিঠাপুকুরের ৫৩টি এবং সদর উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক।

নাম প্রকাশ না করার শর্তে কাউনিয়া উপজেলার দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রধান শিক্ষকের পদ ফাঁকা মানে একজন শিক্ষক নেই। এতে শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করানো যাচ্ছে না। এক্ষেত্রে অন্য শিক্ষকদের ওপর চাপ পড়ে। ক্লাস বেশি নিতে হয়। পাশাপাশি দাফতরিক কাজে ব্যাঘাত ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাফতরিক কাজে জেলা শহরে গেলে বিদ্যালয়ে দুজন শিক্ষক থাকেন। তখন তাদের হিমশিম খেতে হয়।

এভাবে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক। তিনি বলেন, ‘২০০৯ সালের পর থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে। গত ১৩ বছরে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ কিংবা পদোন্নতি দেওয়া হয়নি। এ অবস্থায় জেলার তিন শতাধিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাদের বিষয়েও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি আমরা। এরপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

এক প্রশ্নের জবাবে এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আমরা জেলার সম্ভাব্য প্রধান শিক্ষকদের তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠিয়েছি। এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।’

নাম প্রকাশ না করার শর্তে দুজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ১৩ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়নি। তার ওপর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক অবসরে যাচ্ছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। সেসব শূন্য পদ পূরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে জরুরি ভিত্তিতে ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানান এই দুই শিক্ষা কর্মকর্তা।

/এএম/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি