X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ধর্মকে ব্যবহার করে পঞ্চগড়ে হামলা চালিয়েছে বিএনপি-জামায়াত চক্র’

পঞ্চগড় প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ২০:০১আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২০:০১

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

এ সময় রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে। তারা নাম ব্যবহার করছে তৌহিদী জনতার। আমাদের পবিত্র ধর্মকে ব্যবহার করে এ হামলা চালিয়েছে তারা।’

সোমবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের আহম্মদনগর এলাকায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। 

রেলমন্ত্রী বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে একটি শক্তি গোটা দেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে যেমন অবস্থান নিয়েছিল। রাজাকার আলবদর, আলশামস বাহিনী গঠন করে হানাদার পাকিস্তানি সেনাদের পক্ষ নিয়ে এ দেশের হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর একই শক্তি দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তারা এই দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন রকম স্লোগান দিয়েছিল। এখনও ধর্মকে ব্যবহার করে হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা।’

সালানা জলসাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন রেলমন্ত্রী

দেশের ধর্মপ্রাণ মানুষ কোনও ফ্যাসাদ কিংবা হামলায় অনুমোদন করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকারও এগুলোকে প্রশ্রয় দেয় না। এর আগেও ২০১৯ সালে আহমদিয়াদের ওপর হামলা করেছিল সরকারবিরোধী একটি চক্র। একইভাবে ২০১৩-১৪ সালে গণতন্ত্রের নামে, রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে, পুলিশের ওপর হামলা করে এবং সড়কে গাড়ি পোড়ানোয় লিপ্ত ছিল তারা। এখনও এসব অব্যাহত রেখেছে চক্রটি।’

প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও এই ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, এটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এখানে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া প্রশাসনিকভাবে কোনও দুর্বলতা ছিল কিনা, এই বিষয়টি আগাম কেন প্রতিরোধ করা গেলো না, ঘটনা ঘটার সুযোগটা কেন তৈরি হলো, কারও গাফিলতি ছিল কিনা, এসব খতিয়ে দেখছি আমরা।’

এরপর আহম্মদনগর এলাকায় আহমদিয়াদের জলসাস্থলে যান মন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং কম্বল, শাড়ি, লুঙ্গি, চাল ও নগদ টাকা উপহার দেন। মন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী গ্রহণ করেন আহমদিয়া সম্প্রদায়ের আহম্মদনগর জামাতের প্রেসিডেন্ট মোতালেব হোসেন খান এবং শালশিড়ি জামাতের প্রেসিডেন্ট তাহের আহমদ দেওয়ান।

দুপুর পৌনে ১২টার দিকে শালশিড়ি এলাকার ক্ষতিগ্রস্তদের কয়েকটি বাড়িঘর পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুরের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রমুখ।

এদিকে, ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে শান্তি সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুপুরে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী গ্রহণ করেন আহমদিয়া সম্প্রদায়ের আহম্মদনগর জামাতের প্রেসিডেন্ট মোতালেব হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পঞ্চগড়ে হামলা ও সহিংসতায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে গুজব ছড়িয়ে এই সহিংসতা চালিয়েছে তারা। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করেছিল, এটি তারই অংশ।’ 

তিনি বলেন, ‘জানমাল রক্ষার জন্য আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। পঞ্চগড়ের সাধারণ মানুষকে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসানের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন ও মনিরা পারভীন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সদর উপজেলা আওয়ামী লীদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারী।

/এএম/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
চালক-স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে দুই ট্রেনের সংঘর্ষ: রেলমন্ত্রী
মস্কো হামলার সন্দেহভাজনদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা