X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বেরোবির শিক্ষক ও ছাত্রলীগ নেতাদের কাছে বকেয়া আড়াই লাখ, বন্ধ হচ্ছে ক্যাফেটেরিয়া

রংপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ২৩:২৮আপডেট : ১৫ জুন ২০২৩, ২৩:২৮

কয়েকজন শিক্ষক ও ছাত্রলীগের সাবেক নেতার কাছে পাওনা বকেয়া পরিশোধ না করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াটি ছেড়ে দিচ্ছে বর্তমান লিজগ্রহীতা এস এস ক্যাটারিং। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, প্রভাবশালী শিক্ষক ও ছাত্রলীগ নেতাদের কাছে প্রায় আড়াই লাখ টাকা বকেয়া থাকায় বাধ্য হয়ে ক্যাফেটেরিয়াটি ছাড়তে বাধ্য হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরাবর চিঠি দিয়ে আগামী ১০ জুলাই থেকে এর চুক্তি বাতিল ও বন্ধের জন্য আবেদন করেছেন লিজগ্রহীতা এস এস ক্যাটারিংয়ের কর্ণধার সাইদুর রহমান। এ সংক্রান্ত চিঠির কপি ও পাওনাদারদের নামের তালিকা বাংলা ট্রিবিউনের প্রতিনিধির কাছে এসেছে।

চিঠিতে সাইদুর রহমান উল্লেখ করেছেন, সুনামের সঙ্গে ক্যাফেটেরিয়া পরিচালনা করে আসছি। বর্তমানে নানা সমস্যার কারণে আগামী ১০ জুলাই থেকে পরিচালনা করা সম্ভব না। উক্ত তারিখ থেকে চুক্তি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এস এস ক্যাটারিংয়ের ব্যবস্থাপক সেলিম মন্ডল বলেন, ‘এর আগে ২৭ শে মার্চ আমরা বেরোবি রেজিস্ট্রার বরাবর একটি চিঠি দিয়েছিলাম। চিঠিতে বিদ্যুৎ বিল ও ভাড়া মাফের আবেদন করে বলা হয়েছিল, করোনার সময় ক্যাফেটেরিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় মজুত ভোগ্যপণ্য নষ্ট হয়ে গেছে। এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ছাড়া সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নামে তার দফতর থেকে অনেক টাকার খাবার নেওয়া হলেও পরিশোধ করেনি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাসহ চার শিক্ষকের কাছে ৭৫ হাজার টাকা বকেয়া পড়ে আছে। বার বার তাগাদা দেওয়ার পরও পরিশোধ করেননি।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এস এস ক্যাটারিংয়ের এক কর্মকর্তা দাবি করেন, ‘সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ছাড়াও তার ঘনিষ্ঠ কিছু শিক্ষক, কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক নেতার কাছে আড়াই লাখ টাকা ক্যাফেটেরিয়া পাওনা রয়েছে।’

এ বিষয়ে জানতে ক্যাফেটেরিয়ার সহ-ব্যবস্থাপক মুকুল মিয়া বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিদিনই লস হচ্ছে। ৮ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার মতো লোকসান হয়েছে। এভাবে আর চালানো যাচ্ছে না।’

বকেয়ার বিষয়ে বলেন, ‘যাদের কাছে বকেয়া রয়েছে সেসব ছাত্রলীগ নেতা এখন ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। উপাচার্যও নেই। তবে চার জন শিক্ষক আছেন, যারা সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর ঘনিষ্ঠ। তারা ওই উপাচার্যের আমলে পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতেন। তারা বকেয়া পরিশোধ করতে চান না।’ পাওনাদারের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সাড়া মেলেনি।

ক্যাফেটেরিয়া ব্যবস্থাপক সেলিম মন্ডল বলেন, ‘এখন সব জিনিসের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বিক্রিও কম, ভর্তুকিও নেই। প্রতিদিন কেনাবেচা শেষে দেখা যায় ক্ষতি হচ্ছে। তাছাড়া আগের পাওনা তো আছেই। সব মিলে আমাদের আর পোষাচ্ছে না। তাই ক্যাফেটেরিয়া ছেড়ে দিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে ক্যাফেটেরিয়ার পরিচালক সহযোগী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘ক্যাফেটেরিয়ার বিদ্যুৎ বিল ও ভাড়া দীর্ঘদিন থেকে বাকি ছিল। লিজগ্রহীতাদের কাছে এটি চেয়েছিলাম। তারা আমাকে বলেছে, বেশ কয়েকজনের কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে তারা পরিশোধ করছে না। পরে দেখি, তারা ক্যাফেটেরিয়ার চুক্তি বাতিলের জন্য আবেদন করেছে। বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন।’

/এফআর/
সম্পর্কিত
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়১২ বছর পর জানা গেলো জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন অধ্যাপক
বেরোবিতে গাঁজার আসর, ৬ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র