X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সরকারি কলেজে মাস্টার্সে পড়া ইতি বুয়েটে প্রথম

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ জুন ২০২৩, ২০:২১আপডেট : ২৫ জুন ২০২৩, ২০:৪২

কুড়িগ্রাম সরকারি কলেজে গণিত বিষয়ে মাস্টার্সে পড়া অবস্থায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) স্নাতকোত্তরের (মাস্টার্স) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন কুড়িগ্রামের জান্নাতুল ফেরদৌসী ইতি। 

রবিবার (২৫ জুন) কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন এবং শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী ইতি বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে শনিবার (২৪ জুন) বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত ফলে ইতির প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার আবেদন ক্রমিক নম্বর ৯০০৭৯।

ইতির বাড়ি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের জোরগাছ বাজার এলাকার মো. চাঁন মিয়া ও কাজল বেগমের মেয়ে। ২০১৩ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০১৫ সালে জিপিএ ৪.৫৮ নিয়ে এইচএসসি পাস করেন। ২০১৬-২০১৭ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কুড়িগ্রাম সরকারি কলেজে গণিত বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। সিজিপিএ ৩.৯৩ পয়েন্ট নিয়ে অনার্স পাস করেন। বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে একই বিভাগে মাস্টার্সে পড়ছেন।

ভর্তি পরীক্ষায় এমন সাফল্যের বিষয়ে ইতি বলেন, ‘ফলের তালিকায় আমার নাম দেখে অবাক হয়েছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে দেখলাম নামটা আমারই। আনন্দে আপ্লুত হয়ে পড়েছিলাম।’

‘অনার্স দ্বিতীয় বর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করার ইচ্ছে ছিল। সে অনুযায়ী এবার বুয়েটের গণিত বিভাগে ভর্তি পরীক্ষা দিই। আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি। সেখানে ভর্তি হবো’, যোগ করেন ইতি।

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রাম সরকারি কলেজে মাস্টার্সে ভর্তি হলেও এখন তা বাতিল করে বুয়েটে ভর্তি হবো। আমার ইচ্ছে বিসিএস করে প্রশাসন ক্যাডারে চাকরি করা। তবে ভবিষ্যতে গবেষণা করার সুযোগ পেলে তাও করবো।’

কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গণিত বিভাগের প্রধান মো. সাজ্জাদুর রহমান বলেন, ‌‘ফল প্রকাশের পর ইতি ফোন করে সংবাদটি জানিয়েছেন। অনার্স দ্বিতীয় বর্ষে সিজিপিএ-৪ পাওয়ার পর আমরা তার প্রতি গুরুত্ব দিয়েছি। অনার্সের ফাইনালেও ফল ভালো করেছে। তার সাফল্যে আমরা আনন্দিত।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘এমন খবর অবশ্যই আনন্দের এবং গৌরবের। কুড়িগ্রামের শিক্ষার্থীরা অনেক এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা একদিন সাফল্যে ভরে উঠবো। ইতিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’ শুরু
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ