X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সরকারি কলেজে মাস্টার্সে পড়া ইতি বুয়েটে প্রথম

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ জুন ২০২৩, ২০:২১আপডেট : ২৫ জুন ২০২৩, ২০:৪২

কুড়িগ্রাম সরকারি কলেজে গণিত বিষয়ে মাস্টার্সে পড়া অবস্থায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) স্নাতকোত্তরের (মাস্টার্স) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন কুড়িগ্রামের জান্নাতুল ফেরদৌসী ইতি। 

রবিবার (২৫ জুন) কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন এবং শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী ইতি বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে শনিবার (২৪ জুন) বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত ফলে ইতির প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার আবেদন ক্রমিক নম্বর ৯০০৭৯।

ইতির বাড়ি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের জোরগাছ বাজার এলাকার মো. চাঁন মিয়া ও কাজল বেগমের মেয়ে। ২০১৩ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০১৫ সালে জিপিএ ৪.৫৮ নিয়ে এইচএসসি পাস করেন। ২০১৬-২০১৭ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কুড়িগ্রাম সরকারি কলেজে গণিত বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। সিজিপিএ ৩.৯৩ পয়েন্ট নিয়ে অনার্স পাস করেন। বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে একই বিভাগে মাস্টার্সে পড়ছেন।

ভর্তি পরীক্ষায় এমন সাফল্যের বিষয়ে ইতি বলেন, ‘ফলের তালিকায় আমার নাম দেখে অবাক হয়েছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে দেখলাম নামটা আমারই। আনন্দে আপ্লুত হয়ে পড়েছিলাম।’

‘অনার্স দ্বিতীয় বর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করার ইচ্ছে ছিল। সে অনুযায়ী এবার বুয়েটের গণিত বিভাগে ভর্তি পরীক্ষা দিই। আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি। সেখানে ভর্তি হবো’, যোগ করেন ইতি।

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রাম সরকারি কলেজে মাস্টার্সে ভর্তি হলেও এখন তা বাতিল করে বুয়েটে ভর্তি হবো। আমার ইচ্ছে বিসিএস করে প্রশাসন ক্যাডারে চাকরি করা। তবে ভবিষ্যতে গবেষণা করার সুযোগ পেলে তাও করবো।’

কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গণিত বিভাগের প্রধান মো. সাজ্জাদুর রহমান বলেন, ‌‘ফল প্রকাশের পর ইতি ফোন করে সংবাদটি জানিয়েছেন। অনার্স দ্বিতীয় বর্ষে সিজিপিএ-৪ পাওয়ার পর আমরা তার প্রতি গুরুত্ব দিয়েছি। অনার্সের ফাইনালেও ফল ভালো করেছে। তার সাফল্যে আমরা আনন্দিত।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘এমন খবর অবশ্যই আনন্দের এবং গৌরবের। কুড়িগ্রামের শিক্ষার্থীরা অনেক এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা একদিন সাফল্যে ভরে উঠবো। ইতিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটের ইমতিয়াজ রাব্বীকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি