X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬১-এর দক্ষিণে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মানিক মিয়া (৩০)। তিনি বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে। মানিক দীর্ঘদিন ধরে সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মাফুজুল হক স্থানীয়দের বরাতে এসব তথ্য জানিয়েছেন। ঘটনার পর লাশ নিয়ে গেছে নিহতের পরিবার। রবিবার দুপুরে পার্শ্ববর্তী বন্দবেড় ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে লাশের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেহুলারচর সীমান্তের কাঁটাতারের কাছ দিয়ে মানিক মিয়াসহ কয়েকজন গরু আনতে গেলে বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মানিক গুরুতর আহত হন। সহযোগীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে পরিবারের সদস্যরা আইনি ঝামেলা এড়াতে লাশ নিয়ে যান।

খবর পেয়ে বেহুলারচর গ্রাম ঘুরে এসে ৩ নম্বর ওয়ার্ডের মহল্লাদার শাহাজাহান আলী বলেন, ‘গ্রামবাসী কিছু বলছে না। তারা শুধু বলছে মধ্যরাতে কয়েকটি গুলির শব্দ শুনেছে। মানিক মিয়ার বাড়িতে কেউ নেই।’

বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ময়েজ উদ্দিন জানান, বাঞ্চারচর গ্রামে নিহত মানিক মিয়ার খালাতো ভাই মোতালেবের বাড়িতে লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের জন্য পুলিশ রওনা হয়েছে।

মোতালেবের বাড়ির সদস্যদের বরাতে ময়েজ উদ্দিন বলেন, ‘রাত ২টার দিকে মানিকের লাশ এই বাড়িতে আনা হয়। তার পেটের ডান দিকে এবং বুকে দুটি গুলির চিহ্ন আছে।’

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ‘বন্দবেড় ইউনিয়নে লাশের সন্ধান পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

তবে রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে গুলির ঘটনা সত্য কিনা, তা অনুসন্ধান করছে বিজিবি।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরিকি বলেন, ‘আমরা খোঁজ-খবর নিচ্ছি। এখনও নিশ্চিত হতে পারিনি। ওই ব্যক্তি সীমান্তে গুলিতে নিহত হয়ে থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা