ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভার পর ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে জেলা ছাত্রদল নেতা কায়েস, শিখাসহ তিন জন আহত হয়েছেন। পুলিশ দুই জনকে আটক করেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, গত রাতে (বৃহস্পতিবার) দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল কেন্দ্রীয় কর্মসূচি তারুণ্যের রোড মার্চ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা করে। সভা শেষে মিছিল করে বাড়ি ফেরার সময় পুলিশ দলীয় কার্যালয়ে ঢুকে লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের সভাপতিসহ তিন জন আহত হন। পুলিশ এ ঘটনায় উল্টো মিথ্যা মামলা দিয়ে দুই জনকে আটক করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারসহ আটকদের মুক্তিও দাবি করেন তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে তোলা অভিযোগ সত্য নয় দাবি করে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক দাবি করেন, রাতে মিছিল চলাকালে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়, এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে।