X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার, মামলা দা‌য়ের

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭

কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪৪) পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজ‌ভি কবির চৌধুরী বিন্দুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলা‌দেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (৯ ফেব্রুয়া‌রি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রাজু আহ‌মেদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

কেন্দ্রীয় ছাত্রলী‌গের দাফতরিক প‌্যা‌ডে দেওয়া বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ‘সংগঠ‌নের শৃঙ্খলা ও মর্যাদা প‌রিপ‌ন্থি কা‌জে জ‌ড়িত থাকার অভিযোগে রেজ‌ভি কবির চৌধুরী বিন্দুকে বাংলা‌দেশ ছাত্রলীগ থে‌কে স্থায়ীভাবে বহিষ্কার করা হ‌লো।’

একই সঙ্গে সোহা‌নের মৃত‌্যু‌তে শোক জা‌নি‌য়েছে জেলা ছাত্রলীগ। মৃত‌্যুর কারণ উদঘাট‌ন ক‌রে জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তির আওতায় আন‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছে সরকার দলীয় ছাত্র সংগঠন‌টি।

শুক্রবার রা‌তে জেলা ছাত্রলীগ সভাপ‌তি রাজু আহ‌মেদ এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন স্বাক্ষ‌রিত বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়।

সোহান হত‌্যার ঘটনায় শুক্রবার রা‌তে তার স্ত্রী বাদী হ‌য়ে ছাত্রলীগ নেতা বিন্দু, ঝিনুক, ছাত্রলীগ কর্মী রায়হান ক‌বির স্বাধীন ও শ‌হিদুল ইসলাম সৌরভসহ চার জ‌নের নাম উল্লেখ ক‌রে অজ্ঞাতনামা ৭-৮ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। মামলায় বিন্দু ও ঝিনুক‌কে গ্রেফতার দে‌খি‌য়ে‌ছে পু‌লিশ। শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) তা‌দের আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

এদিকে, বিন্দু ও তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে আওয়ামী লীগ নেতা সোহান‌কে হত‌্যার অভিযোগে ওঠার পর শুক্রবার রা‌তে পু‌লি‌শের কা‌ছে আত্মসমর্পণ ক‌রেন বিন্দু। প‌রে তা‌কেসহ কু‌ড়িগ্রাম প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউট শাখা ছাত্রলী‌গের সভাপ‌তি ঝিনুক মিয়া‌কে গ্রেফতার ক‌রে পু‌লি‌শ।

এর আগে, শুক্রবার বি‌কা‌লে জেলা সদ‌রের খ‌লিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহান‌কে পরিবহনকারী এক‌টি প্রাই‌ভেটকা‌রের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মী‌দের এক‌টি মোটরসাইকেলের ধাক্কা লা‌গে। এতে ছিট‌কে প‌ড়ে ছাত্রলী‌গের দুই কর্মী আহত হন। এর জে‌রে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজ‌ভি কবির চৌধুরী বিন্দু তার অনুসারী‌দের নি‌য়ে সোহান‌কে মারধর ক‌রেন ব‌লে অভিযোগ ওঠে। আহত সোহান‌কে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ত‌বে ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিন্দু তার ফেসবুক আইডি‌তে লেখেন, ‘গুজ‌বে কান দে‌বেন না। সোহান ভাই হার্ট অ‌্যাটা‌ক ক‌রে ইন্তেকাল ক‌রে‌ছেন।’

আরও পড়ুন:

মোটরসাইকেলে ধাক্কা লাগায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা ছাত্রলীগের

/কেএইচটি/
সম্পর্কিত
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ