X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ডলার দেখিয়ে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে ডলার প্রতারক চক্রের মূলহোতা শরিফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ পাঁচ লাখ ৫০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি ইজিবাইক, একটি ব্যাটারিচালিত (চার্জার) ভ্যান ও একটি ডলারের কালো ব্যাগ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন।

পুলিশ সুপার বলেন, আমেরিকান ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে নরসিংদী জেলার মোহাম্মদ নিজামুল হক নামে এক ব্যবসায়ীর কাছে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় শরিফুল ইসলামসহ তার সহযোগীরা। এ ঘটনায় প্রতারণার শিকার মোহাম্মদ নিজামুল হক বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি সাদুল্লাপুর থাকায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রতারক শরিফুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় আরও ছয় জন জড়িত আছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলামের দেওয়া তথ্যে নগদ পাঁচ লাখ ৫০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি ইজিবাইক, একটি চার্জার ভ্যান উদ্ধার করা হয়। একইসঙ্গে একটি ডলারের কালো ব্যাগে বিশেষ কায়দায় বান্ডেল আকারে ১৩ বিস্কুট এবং পাঁচটি ডলারের বান্ডেল উদ্ধার করা হয়েছে।

ঘটনা ও মামলার বরাত দিয়ে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ নিজামুল হক। গত দুই-তিন মাস আগে অজ্ঞাত এক নারী তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে দাদু নাতির সম্পর্ক সৃষ্টি করে। নিজামুল হক ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় রংপুর এলে উক্ত নারী তাকে ধাপেরহাট এলাকায় ডাকেন। পরে তাকে ধাপেরহাট থেকে ওই নারীর চাচাতো ভাই ইজিবাইকযোগে নিজামুল হককে বাড়িতে নিয়ে যায়। এরপর খাওয়া-দাওয়া করিয়ে ওই নারী তার বাবা হিসেবে একজনকে পরিচয় করে দেন। এক পর্যায়ে একটি কালো রঙের ব্যাগে করে আনুমানিক ১০০০ পিস আমেরিকান ডলার তাকে দেখায় এবং তাকে বলে যে আট হাজার ডলার আছে। এ সময় ওই নারীর বাবা পরিচয়দানকারী নানান কৌশলে সাত লাখ টাকা বিক্রির প্রস্তাব দেয়।

পুলিশ সুপার আরও জানান, গত ৬ ফেব্রুয়ারি নিজামুল হক ও তার মেয়ের জামাই ব্যবসায়িক কাজে নরসিংদী থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে রংপুরে আসেন। এরপর তারা ওই নারীর সঙ্গে দেখা করতে ধাপেরহাট বাজারে আসেন। তাদেরকে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে ডলার দেখিয়ে জোর করে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন ওই নারীসহ কয়েকজন। পরে তাদের হত্যার হুমকি দেয় এই প্রতারক চক্রের সদস্যরা।

গ্রেফতার প্রতারক শরিফুল ইসলামের বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামে।

/এফআর/
সম্পর্কিত
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
ভুয়া দলিলে কয়েকটি ব্যাংক থেকে ৫০ কোটি টাকা ঋণ
এনআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ছাদের পলেস্তরা খসে আহত শিক্ষার্থী, হল সংস্কারের জোর দাবি
ছাদের পলেস্তরা খসে আহত শিক্ষার্থী, হল সংস্কারের জোর দাবি
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আইনের মামলা হাইকোর্টে স্থগিত
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আইনের মামলা হাইকোর্টে স্থগিত
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও