X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সাইকেলে সীমান্ত ভ্রমণ করছেন তারা

হিলি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৭

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মান সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সাইকেল চালিয়ে ভ্রমণ করছেন অভিযাত্রী নামের একটি সংগঠনের কয়েকজন সদস্য। তারই ধারাবাহিকতায় হিলি সীমান্ত রেলস্টেশন ও সম্মুখ সমর পরিদর্শনসহ এখানকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর থেকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করে এক নারীসহ ৬ সদস্যের দল। এর আগে তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হন। বিরামপুর থেকে সাইকেল চালিয়ে তারা হিলি সীমান্তে আসেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধের স্মৃতি স্বরূপ মুহাড়াপাড়ায় নির্মিত সম্মুখ সমর পরিদর্শন, হিলি সীমান্ত, রেলস্টেশন এলাকা ঘুরে দেখেন ও এখানকার মানুষের সঙ্গে কথা বলেন। পরে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে হিলি ছাড়েন। পর্যায়ক্রমে তারা দেশের সব সীমান্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানান।

সীমান্তের মেঠোপথ ধরে ছুটে যাচ্ছেন তারা

অভিযাত্রীর সদস্য আশীষ রঞ্জন দে বলেন, ‘অভিযাত্রী মূলত পর্বত আরোহণ বিষয়ক সংগঠন। পাশাপাশি আমরা হাঁটি, সাইকেল চালিয়ে বিভিন্ন স্থান ভ্রমণ করি। আমাদের এই হাঁটা ও সাইকেল চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা ভয়ে শরণার্থী হয়ে দেশ ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন, সে সময়ে তারা কতটা কষ্ট ও দুঃখ-যন্ত্রণা সহ্য করেছেন তা অনুধাবন করা। আমরা নতুন প্রজন্ম যেমন এর মাধ্যমে সেই ইতিহাস সম্পর্কে জানছি তেমনি এগুলো আগামী প্রজন্মকে জানাতে চাই।’

তারেক অনু বলেন, ‘আমরা কয়েক বছর ধরে সাইকেল চালিয়ে সীমান্ত ঘেঁষা শহরগুলো পরিদর্শন করছি। আমাদের ইচ্ছা যে পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, অনুমতি রয়েছে সে পর্যন্ত এলাকাগুলো পরিদর্শন করার। আজ আমরা হিলি সীমান্তে অনেক কিছু জানতে পেরেছি। সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন কিন্তু শহরের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে যে কত বৈচিত্র্য, কত সৌন্দর্য্য আছে তা বলে শেষ করা যাবে না। সারা দেশের মানুষকে আমরা এ বিষয়ে আগ্রহী করে তুলতে চাই।’

হিলি সীমান্তে আনন্দের হাসি সবার চোখে মুখে

দলটির আরেক সদস্য হাসিবুল হাসান বলেন, ‘আমরা কয়েক বছর ধরেই সাইকেল চালিয়ে সীমান্ত এলাকা ঘুরে বেড়াচ্ছি। গত বছর বিরামপুর উপজেলায় এসে যাত্রা শেষ করেছিলাম। আজ বিরামপুর থেকে আবারও এ বছরের যাত্রা শুরু করি। সেখান থেকে সাইকেল চালিয়ে হিলি সীমান্তে এসেছি। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সীমান্ত এলাকা সাইকেল চালিয়ে ভ্রমণ করবো। যাত্রাপথে যেসব স্থানে বধ্যভূমি, গণকবর, বীরশ্রেষ্ঠরা শহীদ হয়েছিলেন এমন স্থান ঘুরে দেখবো।’

হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা বলেন, ‘অভিযাত্রীর কয়েকজন সদস্য সাইকেল চালিয়ে সীমান্তবর্তী এলাকায় মহান মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও এখানকার মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে এবং তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন। আজ তারা হিলি সীমান্ত পরিদর্শন করেছেন। তাদের এমন উদ্যোগকে আমাদের উপজেলাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই।’

/আরআইজে/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে