X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

ছেলের সঙ্গে অভিমান করে প্রাণ দিলেন মা

গাইবান্ধা প্রতিনিধি
২৪ মে ২০২৪, ২০:১১আপডেট : ২৪ মে ২০২৪, ২০:১১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রেজিয়া বেওয়া (৫৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ছেলে আনিছুর রহমানের সঙ্গে অভিমান করে তিনি প্রাণ দিয়েছেন বলেন অভিযোগ স্থানীয়দের।

শুক্রবার (২৪ মে) দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চকশালাইপুর গ্রাম থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রেজিয়া বেওয়া চকশালাইপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্য অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ছেলে আনিছুরের স্ত্রীর সঙ্গে শাশুড়ি রেজিয়া বেওয়ার কলহ চলছিল। এরই জেরে ছেলের বউ তার বাবার বাড়িতে গিয়ে অবস্থান করছেন। এ নিয়ে আনিছুর ক্ষুব্ধ হয়ে প্রায়ই তার মায়ের খারাপ আচরণ করেন। ছেলের এই আচরণ সহ্য না করতে পেরে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। কয়েকদিন আগে ছেলের সঙ্গে অভিমান করে মেয়ের বাড়িতে চলে যান। এরপর বৃহস্পতিবার আসেন। 
শুক্রবার সকালে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে বাড়ির পাশের একটি খড়ের ঘরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ছেলের অভিমান করেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন প্রতিবেশী ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। কী কারণে আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে ‘সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা’
প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মা, লজ্জায় মেয়ের ‘আত্মহত্যা’
আত্মহত্যা প্রতিরোধে ফান্ড গড়ে তোলার আহ্বান
সর্বশেষ খবর
শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনাকারী ভারতীয় সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ
শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনাকারী ভারতীয় সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ
কাঁচা চামড়ার দাম এবার কত বেশি পেলো বিক্রেতারা
কাঁচা চামড়ার দাম এবার কত বেশি পেলো বিক্রেতারা
যত্রতত্র কাঁচা চামড়া কেনাবেচা, ৫ ব্যবসায়ীকে জরিমানা
যত্রতত্র কাঁচা চামড়া কেনাবেচা, ৫ ব্যবসায়ীকে জরিমানা
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
সর্বাধিক পঠিত
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?
রাশিয়া ইউক্রেন ত্যাগ করলে আগামীকালই শান্তি আলোচনা হবে: জেলেনস্কি
রাশিয়া ইউক্রেন ত্যাগ করলে আগামীকালই শান্তি আলোচনা হবে: জেলেনস্কি