X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বাড়িতে শখের বসে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন রিকশাচালক

হিলি প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৮:৪৪আপডেট : ০৫ জুন ২০২৪, ১৮:৪৪

দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে ময়নুল ইসলাম নামের এক রিকশাচালক শখের বসে লাগিয়েছেন আঙুর গাছ। তার গাছে বাম্পার ফলন হয়েছে। বাড়ির টিনের চালার ওপরে মাচায় থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। যা নজর কাড়ছে সবার। স্বাদ ও সাইজে কিছুটা পার্থক্য থাকলেও শখের বসে লাগানো গাছে ধরা ফলটি দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে।

ঘোড়াঘাট পৌর এলাকার রাজবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন রিকশাচালক ময়নুল ইসলাম। দুই বছর আগে ২০২২ সালে শখের বসে স্থানীয় একটি নার্সারি থেকে একটি আঙুরের চারা এনে বাড়ির কোণে রোপণ করেছিলেন। গত বছর গাছে দেখা মেলে ফলের। এক বছর বয়সী গাছ থেকে এসেছিল প্রায় এক মণ আঙুর। এ বছর দ্বিগুণ ফল এসেছে। লাল মাটিতে আঙুরের বাম্পার ফলন তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। স্থানীয় মাটিতে অনেকেই শখের বসে আঙুর চারা রোপণ করলেও ভালো ফলন না হওয়ায় এবং স্বাদে পার্থক্য থাকায় শেষ পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হয়েছেন। তবে এই প্রথম লাল মাটিতে এর চারা লাগিয়ে বাম্পার ফলনের মুখ দেখেছেন ময়নুল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির বারান্দায় টিনের চালার ওপর থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। টিনের ওপরে বাঁশের মাচা তৈরি করেছেন। ফলের ভারে ঝুলে পড়েছে গাছের লতাগুলো। বাজারের তুলনায় গাছটিতে থাকা আঙুরের আকার কিছুটা ছোট। স্বাদেও রয়েছে কিছুটা ভিন্নতা। বাড়িতে আঙুরের গাছ দেখতে এবং খেতে আসছেন আশপাশের অনেকে।

বাড়িতে শখের বসে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন রিকশাচালক

দেখতে আসা আব্দুল আলিম বলেন, আমাদের এলাকায় আঙুরের এমন ফলন দেখে আমি তো অবাক। বাজার থেকে যে আঙুর কিনে খাই, সেই তুলনায় এটি কিছুটা টক। তবে যে পরিমাণ ধরেছে দেখতে ইচ্ছে করছে।

সিদ্দিক মিয়া নামে আরেকজন বলেন, একটি গাছে এত আঙুর ধরে তা প্রথম দেখলাম। কাঁচা অবস্থায় কিছুটা টক। তবে একেবারে পরিপক্ব হলে এটি কমে যাবে। আমিও বাড়িতে আঙুর চারা রোপণ করবো।

ময়নুল ইসলাম বলেন, গতবার কাঁচা থাকতেই সব আঙুর প্রতিবেশী ও স্বজনদের খাইয়েছি। এবারও আমি আঙুর বাজারে বিক্রি করবো না। পরিপক্ব হলে সবার মাঝে বিলিয়ে দেবো। এটি আমার শখের ফল। অনেকে দেখার জন্য আমার বাড়িতে আসছেন। আগামীতে বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনা আছে।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, এই অঞ্চলের মাটি ফল চাষের জন্য বেশ উপযোগী। তবে লাল মাটিতে আঙুর চাষ অবিশ্বাস্য। যথাযথভাবে পরিচর্যা করলে ফলের স্বাদ এবং সাইজ বাজারের আঙুরের আশপাশে থাকবে। নতুন চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছি। এই মাটিতে যদি আঙুর চাষে সাফল্য পাওয়া যায়, তবে আগামীতে সরকারিভাবে পরীক্ষামূলক চাষের জন্য প্রদর্শনী দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
ফরিদপুরে ৮ মিনিটের শিলাবৃষ্টিতে কৃষকের সর্বনাশ
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
সর্বশেষ খবর
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে  নিহত ৬
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’