ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে বার্ষিক লাইরাই দেবীর যাত্রা (মিলন উৎসব) চলাকালীন ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে। শুক্রবার ( ২ মে) এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ধর্মীয় আচার-অনুষ্ঠান চলাকালে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দলে দলে মানুষ ছুটতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনসমুদ্রে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। মানুষ একে অপরকে চাপিয়ে পালাতে চেষ্টা করে।
পুলিশ ও জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন।
এই পদদলনের সঠিক কারণ এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত ভিড় এবং যথাযথ জননিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবই এর মূল কারণ হতে পারে।
শিরগাঁও যাত্রা বা লাইরাই দেবীর যাত্রা হলো উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে প্রতিবছর অনুষ্ঠিত একটি হিন্দু ধর্মীয় উৎসব। এই উৎসব দেবী লাইরাইকে কেন্দ্র করে পালিত হয়।
এই উৎসবের বিশেষ আকর্ষণ হলো ‘অগ্নিদিব্য’ (আগুনের ওপর দিয়ে হাঁটার) নামক এক অনন্য আচার, যেখানে ‘ধোন্ড’ নামে পরিচিত ভক্তরা পায়ে হেঁটে জ্বলন্ত কয়লার বিছানার ওপর দিয়ে হেঁটে আশীর্বাদ প্রার্থনা করেন।