X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পুলিশের করা মামলায় খালাস পেলেন জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় দিয়েছেন।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- রাফি ইবনে জামান সিনা, হাদিসুর রহমান মাসুম, আবু সোমান সরকার, সাজ্জাদুর রহমান সাকিব ও রাজিব বসুনিয়া।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৪ জানুয়ারি তারিখে রংপুর নগরীর লালবাগ এলাকার একটি বেসরকারি ছাত্রাবাস থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মুর্শিদ আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা দায়ের করে। তদন্ত শেষে এসআই এরশাদ আলী পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

মামলাটি বিচারের জন্য রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায়ের আদালতে আসে। মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে জামায়াত শিবিরের পাঁচ নেতার বিরুদ্ধে পুলিশের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার। আসামি পক্ষে ছিলেন রবিউল ইসলাম ও কাওছার আলী।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী রবিউল ইসলাম আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, স্বৈরাচারী আওয়ামী বাকশালী চক্র দীর্ঘ সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট ও গায়েবি মামলা দিয়ে নির্যাতনের যে দৃষ্টান্ত স্থাপন করেছিল মামলার রায়ে সত্যটাই প্রতিফলিত হয়েছে।

অপরদিকে সরকার পক্ষের আইনজিবী আদালতে উপস্থিত না থাকায় মন্তব্য জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে
ইসলামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বারের সভাপতি বাসেত ও সম্পাদক বায়োজীদ
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে