X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘শিবির থাকাকালে দেশে কোনও ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না’

নীলফামারী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘আর কোনও ফ্যাসিস্টকে বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কোনও স্বৈরাচার লুটেরাদের জনগণ মেনে নেবে না। দেশকে নিয়ে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। তবে শিবির থাকাকালে কোনও ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নীলফামারী শহরের রেলওয়ে মর্তুজা মিলনায়তনে সৈয়দপুরে সংগঠনের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছাত্রশিবিরের সাথীদের উদ্দেশে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার জামায়াত ও শিবিরের ওপর স্টিম রোলার চালিয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিবিরের রক্তে ক্যাম্পাসের ঘাস ভিজেছে। আর এ কারণে আল্লাহ তায়ালা শহীদের নজরানা স্বরূপ ২৪ এর বিজয় দান করেছেন।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব দেশপ্রেমিক ছাত্র ও জনতার ব্যাপক অবদান রয়েছে। ঐক্যবদ্ধ জাতি গঠন করে দেশকে প্রকৃত অর্থে সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। এ জন্যই আর কোনও ফ্যাসিস্ট, স্বৈরাচার লুটেরা ও হত্যাকারীদের দেশের দায়িত্বভার দেওয়া যাবে না। এক্ষেত্রে পূর্বের মতোই নেতৃত্ব দিতে হবে ইসলামী ছাত্রশিবিরের সব জনশক্তিকে।’

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম আরও বলেন, ‘দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় অবশ্যই আমাদেরকে দেশের স্বার্থে সচেতনার সঙ্গে কাজ করতে হবে। যাতে করে কোনোভাবেই দেশবিরোধী শক্তি নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়। সেই সঙ্গে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতার পাশাপাশি ভূমিকা রাখতে হবে। কারণ ছাত্রশিবিরের ওপরই দেশের মানুষ আস্থা রাখছে। এই আস্থার সম্মান বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

নীলফামারী শহর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে শাখা সেক্রেটারি মাজেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চল তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা. আবির হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মুক্তাদির বিল্লাহ।

সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বাধিক ভোট পেয়ে শফিকুল ইসলামকে সভাপতি ও সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে মাজেদুল ইসলামকে মনোনীত করেন।

/এফআর/
সম্পর্কিত
গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বাসঘাতকতা করেছে শিবির: ছাত্রদল সেক্রেটারি
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দেওয়ার সময় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
ছাত্রদলের কমিটিতে ‘ছাত্রলীগ-ছাত্রশিবির’, তারেক রহমানকে স্মারকলিপি
সর্বশেষ খবর
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল