X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি

রংপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ রাখতে হয়েছে আয়োজকদের। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। প্রথম দিন জয়পুরহাট জেলা ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা।

কিন্তু আকস্মিকভাবে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী নারী ফুটবল খেলা বন্ধের ঘোষণা দেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় দুপুর ২টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এবং নারী ফুটবল খেলাকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তুলতে এ খেলার আয়োজন করা হয়। কিন্তু ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী না বুঝে দুপুর ১টার দিকে খেলা বন্ধের ষড়যন্ত্র করতে উঠে পড়ে লেগে যান। তিনি তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। কোনোভাবেই নারী ফুটবল খেলা বরদাশত করা হবে না বলে জানান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।

আয়োজকরা জানান, খেলার জন্য মাঠ সজ্জিত করাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

অপরদিকে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা  হলে তিনি বলেন,  ‘যেখানে খেলার আয়োজন করা হয়েছে তার ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তা ছাড়া এটি কোনও আন্তর্জাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদের ডাক দিয়েছি। মিছিলের আয়োজন করা হচ্ছে। খেলা হতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এদিকে নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভা আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। দুপুর ১টায় অনুষ্ঠিত সভায় ছিলেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম নারী ফুটবল খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফ আলীসহ ওই দলের নেতৃবৃন্দ।

দীর্ঘক্ষণ আলোচনা হলেও নারী ফুটবল আয়োজক কমিটি আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ঘটনাস্থল বুড়িরহাট স্কুল মাঠসহ আশপাশের এক কিলোমিটার এলাকাব্যাপী ১৪৪ ধারা জারি করে নারী ফুটবল খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ফলে খেলা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ১৪৪ ধারা জারির কথা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ ব্যবস্থা নিতে হয়েছে।

একই কথা জানান তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম। তিনি বলেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এর জয়পুরহাট ও দিনাজপুরেও নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয় তৌহিদী জনতা।

/এফআর/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মুফতি রেজাউল করীম‘জনসমর্থন পাওয়ার পরেও আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন’
৭ বিষয়ে একমত দুই ইসলামী দল
বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন সাবেক এমপি
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ