X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো ক্ষতবিক্ষত ম্যুরালগুলো

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর এবং সদরের ত্রিমোহনী বাজার এলাকায় জেলা শহরের প্রবেশদ্বারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুজিববাদ-মুরদাবাদ, ইনকিলাব-জিন্দাবান স্লোগানে এসব ম্যুরাল গুঁড়িয়ে দেন ছাত্ররা।

বৃহস্পতিবার বিকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এসব ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় স্থানীয় উৎসুক জনতা ছাত্রদের সমর্থন দেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এসব ম্যুরালের মুখাবয়ব নষ্ট করেছিল ছাত্র-জনতা। বুধবার রাতে ফেসবুকে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর ঢাকাসহ সারা দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। তার ধারাবাহিকতায় কুড়িগ্রামেও বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার সময় ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দেন। ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন ছাত্ররা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের যে চিহ্ন রয়ে গেছে, তা নিশ্চিহ্ন করতে ছাত্ররা একত্র হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্ররা কোনও রাজনৈতিক দলের নয়। ফ্যাসিবাদ ও মুজিববাদ মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরবে না।’

/এএম/
সম্পর্কিত
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার
মুখমণ্ডলের প্রথম সার্জারি শেষে দেশে ফিরেছেন গণঅভ্যুত্থানে আহত খোকন বর্মণ
বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানালেন তাপস
সর্বশেষ খবর
শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে পারে
যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে পারে
মুখোশ পরিয়ে বেত্রাঘাত চড় থাপ্পড় লাথি, নির্যাতন না অন্য কিছু?
মুখোশ পরিয়ে বেত্রাঘাত চড় থাপ্পড় লাথি, নির্যাতন না অন্য কিছু?
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি