X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

জাবির রিয়ালের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫, ০৫:৩৭আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:০৬

শুরুতেই হোঁচট। লাল কার্ডের খড়্গ নেমে এলো। প্রথম আধঘণ্টা যে কারণে ভুগতে হলো রিয়াল মাদ্রিদকে। তারপর অবশ্য অস্বস্তি কাটিয়ে ঘুরে দাঁড়ালো তারা। নর্থ ক্যারোলিনার শার্লটে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারালো মাদ্রিদ ক্লাব। ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলো তারা, প্রথম জয় নতুন কোচ জাবি আলোনসোরও।

আল হিলালের সঙ্গে দুর্ভাগ্যজনক ড্র‍য়ে বিশ্বকাপ শুরু করেছিল রিয়াল। ওই ম্যাচে রাউল আসেনসিওর ফাউলে পেনাল্টি থেকে ১-১ গোলের ড্রয়ে সমতা ফিরিয়েছিল সৌদি আরবীয় ক্লাব। পাচুকার বিপক্ষেও দলকে ডুবাতে বসেছিলেন তিনি। নিশ্চিত গোল করতে যাওয়া সালোমন রান্ডনকে পেনাল্টি এরিয়ার সামান্য দূরে ফেলে দেন রিয়াল ডিফেন্ডার। রেফারির লাল কার্ড বের করতে ভাবতে হয়নি। ৭ মিনিটে রাউল মাঠ ছাড়লে বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয়েছে স্প্যানিশ জায়ান্টকে।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরুর ৩০ মিনিট বেশ চাপে ছিল রিয়াল। প্রথমার্ধের বাকি ১৫ মিনিটে স্কোর ২-০ করে ম্যাচে ফেরে তারা। ৩৫ মিনিটে গঞ্জালো গার্সিয়ার ফ্লিকে বাঁপাশ দিয়ে বল নিয়ে আক্রমণ চালান ফ্রান গার্সিয়া। তিনি জুড বেলিংহামকে পেয়ে বল তাকে দেন। ইংলিশ মিডফিল্ডার বল নিয়ন্ত্রণে নিয়ে ১৫ গজ দূর থেকে কার্লোস মরেনোকে পরাস্ত করেন।

৪৩ মিনিটে আর্দা গুলার বক্সের ভেতর থেকে গোল করেন। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ক্রস দেন বক্সে। সেখানে গঞ্জালো গার্সিয়ার পাস থেকে জাল কাঁপান গুলার।

পাচুকা বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রায়ান গঞ্জালেসের প্রচেষ্টা ঝাঁপিয়ে বারের ওপর দিয়ে বাইরে পাঠান। জন কেনেডির ৬১ মিনিটের স্টাইক বাঁ পোস্ট থেকে ফেরান রিয়াল কিপার।

৮০ মিনিটে অবশ্য গোল খায় রিয়াল। এলিয়াস মন্টিয়েল পাচুকার সান্ত্বনাসূচক গোল করেন।

এই হারে পাচুকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলো। আর রিয়াল দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর দ্বারপ্রান্তে। আগামী বুধবার ফিলাডেলফিয়ায় সলজবুর্গের বিপক্ষে হার এড়ালেই নক আউটে উঠবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
পা ভাঙায় কারও দোষ দেখছেন না মুসিয়ালা
এমবাপ্পের প্রশ্নে এনরিকে, ‘অতীত নিয়ে কথা বলতে আসিনি’
সর্বশেষ খবর
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি-মাছেরও
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি-মাছেরও
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
মিটফোর্ড হত্যা‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার