X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঘুরতে বেরিয়ে ট্রাক্টরচাপায় প্রাণ হারালেন এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:৪৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন- প্লাবন আহমেদ এবং সাইফুল ইসলাম সৌরভ।

প্লাবন উলিপুরের পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের বকিয়ত উল্লাহ-পারভীন বেগম দম্পতির ছেলে। সৌরভ একই গ্রামের বক্কর মিয়া-ছকিনা বেগম দম্পতির ছেলে। তারা দুজন সহপাঠী ও বন্ধু। এ বছর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে প্লাবন ও সৌরভ মোটরসাইকেলে করে চিলমারী থেকে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় নিরাশিরপাথার নামক স্থানে কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে বিপরীত দিকে থেকে আসা মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সৌরভ। গুরুতর আহত প্লাবনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও প্রাণ হারান। ট্রাক্টরটি নিয়ে ঘাতক চালক দ্রুত স্থান ত্যাগ করে।

ওসি জিল্লুর রহমান বলেন, ‘ট্রাক্টরসহ চালক পালিয়ে গেছে। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আবারও তৎপরতা বাড়ানো হবে।’

অবৈধ ট্রাক্টর চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, খুব শিগগির দৃশ্যমান পরিবর্তন আসবে। এ ছাড়াও উঠতি বয়সী ছেলেদের যাতে মোটরসাইকেল দেওয়া না হয় সেজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ২ জন আটক
সর্বশেষ খবর
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার, শরীরে জখমের চিহ্ন
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার, শরীরে জখমের চিহ্ন
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের