X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদযাত্রার ১২০ কোচ, মেরামতে ব্যস্ত শ্রমিকরা

নীলফামারী প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ০৯:০০আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:০০

আসছে ঈদুল ফিতর উপলক্ষে অধিকসংখ্যক যাত্রী পরিবহনে দেশের উত্তরাঞ্চলের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মব্যস্ততা বেড়েছে। ঈদে ঘরমুখো যাত্রী পরিষেবায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুই জোড়া স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সেই সঙ্গে প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এসব জোগান দিতে ১২০টি ভারী কোচ মেরামত করা হচ্ছে কারখানাটিতে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে ওভার টাইমসহ শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। এই অবস্থায় ১০ জন শ্রমিকের কাজ দুইজন শ্রমিক করছেন। যাতে ঈদে ঘরমুখো মানুষ নাড়ির টানে নিরাপদে ঘরে ফিরতে পারেন।

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় আমরা যাত্রীসেবা স্বাভাবিক রাখতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১২০টি কোচ মেরামতে কাজ করছি। আগামী ২০-২৫ তারিখের মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কোচগুলো হস্তান্তর করতে পারি। এর মধ্যে রয়েছে ৯০টি ব্রডগেজ (বড়) ও ৩০টি মিটারগেজ (ছোট) কোচ। ইতোমধ্যে ৬৮টি কোচ রেলওয়ে পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি, বাকি ৫২টি কোচ আগামী ২০-২৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।’

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান বলেন, ‘কারখানায় জনবলসংকট থাকা সত্ত্বেও ঈদুল ফিতরের যাত্রীসেবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবার ঈদে রাজধানী থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা যাতে নির্বিঘ্নে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারেন সেজন্য প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও পদ্মা সেতু চালুর পর পশ্চিমাঞ্চল রেলপথ সম্প্রসারিত হয়েছে। ফলে প্রতিটি রুটে ট্রেনের সংখ্যাও বেড়েছে।’ 

এদিকে, ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে ঈদে ঘরমুখো মানুষের জন্য দুই জোড়া ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ১২০টি কোচ মেরামতের পাশাপাশি আরও ৬০টি কোচ মেরামত করা হচ্ছে বলে জানান তিনি। ওভারটাইমসহ নিয়মিত কাজের অংশ হিসেবে এসব কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

/কেএইচটি/
সম্পর্কিত
চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিলো ছিনতাইকারীরা
রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ