X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গ্রেফতার করতে পারেনি পুলিশ, আদালতে আত্মসমর্পণ করলো ধর্ষণ মামলার আসামি

রংপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৭:১০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:১০

মহান শহীদ দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণকারী রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, শিশুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মহান শহীদ দিবস উপলক্ষে সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য রুহুল আমিনের (৫৫) বাড়িতে ফুল কুড়াতে যায়। রুহুল আমিন পেশায় সার্ভেয়ার। তার পুরো পরিবার ঢাকায় থাকে। শিশুটি যখন তাদের বাড়ির বাগান থেকে ফুল সংগ্রহ করতে যায় তখন তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি রুহুল আমিনের বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়।

এদিকে শিশুটি বাসায় এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় এবং পরে ওই দিন দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। এখনও সেখানে চিকিৎসাধীন আছে শিশুটি। এ ঘটনায় মিঠাপুকুর থানায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর ২২ দিনেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধর্ষণের প্রতিবাদে মিঠাপুকুরে ও রংপুরে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সভা সমাবেশ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। ২২ দিন পর বৃহস্পতিবার রুহুল আমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে রংপুরের জুডিশিয়াল আমলি আদালতের ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায়ের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর  আদেশ দেন। জনরোষ এড়াতে আসামিকে তাৎক্ষণিক কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ফিরোজ কবীর নিয়ন জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর  আদেশ দিয়েছেন।

অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী আফতাব উদ্দিন জানান এটি, একটি জঘন্য পৈশাচিক ঘটনা। ৯ বছরের শিশু মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল আনতে গিয়েছিল, রুহুল আমিন শিশুটিকে জোর করে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। চাঞ্চল্যকর মামলাটি সম্পর্কে মনিটরিং করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন তিনি।

অন্যদিকে মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি তুহিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন