X
বুধবার, ২৫ জুন ২০২৫
১১ আষাঢ় ১৪৩২

স্বজনরা বেঁচে আছেন কিনা জানেন না বাংলাদেশে থাকা ফিলিস্তিনের মুসা

রংপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৩

ফিলিস্তিনের গাজার অধিবাসী রংপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মনসুর মুসা বলেছেন, ‘ইসরায়েলি বাহিনীর তাণ্ডব মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গত কয়েক মাসে আমার পরিবারের ১৬ থেকে ১৮ ভাগ স্বজনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সেখানে মানবতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। অনেক স্বজনের খোঁজ নেই, তারা মারা গেছেন নাকি বেঁচে আছেন জানি না।’

শনিবার (১২ এপ্রিল) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় একটি প্রতিষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে গাজার সর্বশেষ অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘আমি গাজার অধিবাসী, ওখানেই আমার জন্ম। ডাক্তারি পড়তে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলাম। বর্তমানে আমি শেষ বর্ষের শিক্ষার্থী।’

গাজার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, ‘গাজায় এখন যা হচ্ছে প্রতিটি মুহূর্তে সেখানে গাজাবাসীকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমা নিক্ষেপ করছে। নারী-শিশু কেউই তাদের কাছে নিরাপদ নয়। তারা গাজাবাসীর রক্ত নিয়ে হোলি খেলছে।’

তিনি আরও বলেন, ‘গাজায় এখন কোনও নিরাপদ জায়গা নেই। গাজাবাসীর ন্যূনতম কোনও জীবনের নিরাপত্তা নেই। অবকাঠামো বাড়িঘর হাসপাতালসহ সব ধ্বংস করে ফেলা হয়েছে। সেখানে গাজাবাসীকে শতভাগ মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে। তবে আমরা আশাবাদী, বিশ্ববিবেক জাগ্রত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতা কমবে।’

মুসা বলেন, ‘গাজায় আমার মা-বাবা, স্বজনরা কেমন আছেন সেই খবর পাই না। অনেক কষ্টে কথা বলা যায়। কারা জীবিত কারা শহীদ হয়েছে বাস্তব খবরটা পাচ্ছি না। সেখানে প্রতি সেকেন্ডে হামলা করছে ইসরায়েলি বাহিনী। কখন কার মৃত্যু হবে একমাত্র মহান আল্লাহ জানেন।’

ফিলিস্তিনি এই শিক্ষার্থী বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা (বাংলাদেশি) প্রথম থেকে ফিলিস্তিনের জনগণের পাশে আছে। বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করছে—এজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো।’

মতবিনিময়কালে মনসুর মুসার দুই সহপাঠী তার সঙ্গে ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক
সেই ওসির সাসপেন্ড ও ঘটনার তদন্ত চান শিক্ষক মাহমুদুল হক
যুক্তরাষ্ট্রে ৩ মাস পর মুক্ত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী মাহমুদ খলিল
সর্বশেষ খবর
সচিবালয়ে কর্মচারীদের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ
সচিবালয়ে কর্মচারীদের সংঘর্ষ, ক্যান্টিন বন্ধ
ইউক্রেনে এবার দিনের বেলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭
ইউক্রেনে এবার দিনের বেলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭
পাঁচ সেঞ্চুরিতেও টেস্ট হারা প্রথম দল ভারত!
পাঁচ সেঞ্চুরিতেও টেস্ট হারা প্রথম দল ভারত!
কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার
কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার
সর্বাধিক পঠিত
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
রাইস কুকারে রান্না করতে গিয়ে মা-মেয়ের মৃত্যু
রাইস কুকারে রান্না করতে গিয়ে মা-মেয়ের মৃত্যু
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল
বদলির আদেশ ছিঁড়ে এনবিআরে প্রতিবাদ
বদলির আদেশ ছিঁড়ে এনবিআরে প্রতিবাদ
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা