X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বোনের সঙ্গে ডিভোর্সের জেরে ভাইকে খুনের অভিযোগ, গ্রেফতার ৪

গাইবান্ধা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৮:১৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের তিন দিন পর পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে সাব্বির হোসেন নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বোনকে ডিভোর্সের জেরে পরিকল্পিতভাবে সাব্বিরকে অপহরণের পর হত্যা করে মরদেহ কূপে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাব্বিরের সাবেক বোন জামাই ইউনুস আলীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

নিহত সাব্বির হোসেন (১৬) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে বিশুবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এরআগে, গত শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে সাব্বিরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ইউনুস আলী ও রবিউল ইসলামসহ কয়েকজন। এ ঘটনার পরদিন শনিবার (১৩ এপ্রিল) অপহরণের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় তিন জন নামীয়সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন সাব্বিরের বাবা মোহাম্মদ আলী।

নিহত সাব্বিরের বাবা মোহাম্মদ আলীর অভিযোগ, উপজেলার তরফকামাল (শিয়ালগারা) গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুস আলীর সঙ্গে তার মেয়ের বিয়ের কিছুদিন পর ডিভোর্স হয়। এই ডিভোর্সের ক্ষোভ থেকে সাব্বিরকে পরিকল্পিতভাবে ইউনুস আলী, রবিউল ও আলীমসহ কয়েকজন অপহরণের পর হত্যা করেছে। আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে সাব্বিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পরিত্যক্ত একটি টয়লেটের কূপে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি সাব্বিরের বলে শনাক্ত করে। সাব্বিরকে অপহরণের ঘটনায় তার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের কাজ শেষ হওয়ার পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম (১৮) ও আব্দুল আলীম (১৮) ও কবিরুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অপর অভিযুক্ত ইউনুস আলীকে (৩৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

/কেএইচটি/
সম্পর্কিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
গাছ বিক্রি নিয়ে কথা-কাটাকাটি: মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
নিখোঁজের চার দিন পর সেপটিক ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো