X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিস্ফোরণে ঝলসে গেলো ২ শিশুর চোখ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০২২, ২২:৪৮আপডেট : ২৩ মে ২০২২, ২৩:০১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে বিস্ফোরণে দুই শিশুর চোখ ঝলসে গেছে। এই ঘটনায় আরও এক শিশু আহত হয়। সোমবার (২৩ মে) দুপুরে ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফারুক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম (৯), সাইমা বেগম(৭) ও গৌছ আলীর মেয়ে নুহা ওরফে রূপা বেগম(৭)।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত তিন শিশুর চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, দুপুরে ফারুক মিয়ার ভাই কর্নাল মিয়ার ছেলে আরিফ আহমদ বসতঘর থেকে গোলাকার একটি বস্তু এনে সুরমা নদীর পাড়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় তার পাশে থাকা সাইদা বেগম, সাইমা বেগম ও নুহা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই তিন শিশু চোখে গুরুতর আঘাত পেয়েছে বলে জানান চিকিৎসকরা। তাদের মধ্যে সাইদা ও সাইমার অবস্থা গুরুতর।

আহত সাইদা ও সাইমার বাবা আব্দুল আজিজ বলেন, কর্নালের ছেলে আরিফ ঘর থেকে বোমার মতো একটি জিনিস এনে ফোটায়। বিস্ফোরণে আমার দুই মেয়েসহ তিন শিশু আহত হয়।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গ্রামবাসীর সঙ্গে ফারুক মিয়ার দ্বন্দ্ব ছিল। এই কারণে তারা বাড়িতে বোমা তৈরি করতে পারে। রবিবার দিবাগত রাতেও কর্নালের বাড়িতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে কর্নাল মিয়া তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এসব অভিযোগের কোনও ভিত্তি নেই। ষড়যন্ত্রমূলক ঘটনা। সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে শুনেছি বোতলে চুন ভর্তি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তারপরেও তদন্তের পর বোঝা যাবে সেটি কিসের বিস্ফোরণ ছিল।

/টিটি/
সম্পর্কিত
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর ১৩ দিন পর মৃত্যু
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন
বাংলামোটর মোড়ে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি