X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওসমানী মেডিক্যালের ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম, সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ০২:৩৬আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৩৬

নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এ সময় ওই দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (১ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন শেষ বর্ষের ইমন আহমদ (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)। এ ঘটনায় রাতেই সড়ক অবরোধ করেছেন মেডিক্যালের শিক্ষার্থীরা। সেই সঙ্গে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোমবার রাতে মেডিক্যালের দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বহিরাগতরা। প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রাত ১টার দিকে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ওসমানী হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসককে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল বহিরাগত কয়েকজন যুবক। উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেডিক্যালের শিক্ষার্থী রুদ্র ও নাইমুর রহমানকে কুপিয়ে জখম করেছে বহিরাগতরা। স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলায় জড়িত। এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ ও হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে ক্লাস বর্জন ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ঘটনার বিচার না হলে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামবেন শিক্ষার্থী ও ইন্টার্নরা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়