X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে হামলার শিকার রাজীব নূরসহ ৪ সাংবাদিক

হবিগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৭

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনি লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজীব নূরসহ চার সাংবাদিক। 

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলার শিকার হন তারা। এতে চার জনই আহত হয়েছেন।

আহতরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা। আহতরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সাংবাদিক রাজীব নূর বলেন, ‘রামনাথ বিশ্বাস একজন খ্যাতিমান পর্যটক। তিনি বাইসাইকেলে বিশ্বভ্রমণ করেছেন। এছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখা লিখেছেন। তার বাড়ি বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায়। ওয়াহেদ মিয়া নামে এক ব্যক্তি রামনাথ বিশ্বাসের বাড়িটি দখল করে রেখেছেন। রবিবার বিকালে আমি স্থানীয় তিন সাংবাদিককে নিয়ে বাড়িতে সংবাদ সংগ্রহ করতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তার ছেলেরা আমাদের ওপর হামলা চালান। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে আলমগীর ও তৌহিদকে মারধর করেন তারা।’

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই উত্তেজিত হয়ে ওঠেন তারা। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালান। এ সময় ইট নিয়ে আলমগীরের মাথায় আঘাত করা হয়। তাকে কোনোমতো রক্ষা করতে পেরেছি।’ 

তিনি আরও বলেন, ‘শুধু সাংবাদিক নন, অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। তখন পর্যটকদের ওপরও চড়া হন দখলদাররা। বাড়িটি দখলমুক্ত করা জরুরি।’

সন্ধ্যায় এ ঘটনায় দখলদার ও হামলাকারী ওয়াহেদ মিয়া, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ এবং ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন আহত সাংবাদিক তৌহিদ মিয়া। 

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
সর্বশেষ খবর
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’