X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন চর্চার বিষয়, মারামারি হানাহানির নয়: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ  প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি না সেটি তাদের বিষয়- এটা আমরা বলতে পারবো না। তবে আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ প্রতিদিন এই নিয়ে অনেক কথা বলছেন, আপনারা নিশ্চয়ই শুনছেন। বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে দেশের আইন মানে তা হলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহানির নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা মন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘আমি ছোট একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করি। কোন জেলায় কী কাজ হচ্ছে তা আমার দফতরের সাইনবোর্ডে লেখা থাকে। আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত। এখন একটি বড় কাজ হচ্ছে, সেটি হল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। সেটি হাওর এলাকার জন্য অনেক বড় মাইলফলক। উচ্চ শিক্ষার যে স্বপ্ন সেটি এখন হাওরবাসী পূরণ করতে পারবে। ইতিমধ্যে উপাচার্য নিয়োগ হয়েছে। ধীরে ধীরে আরও কাজ হবে আশা করি।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে, আরও আসবে। আমরা সবসময় চেষ্টা করি, মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপী সংকট চলছে। এ জন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।’

রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
হাওর অঞ্চল হবে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মৎস্য মন্ত্রী
ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বৈদেশিক ঋণের অর্থ ছাড়কে অগ্রাধিকার দেবো: পরিকল্পনামন্ত্রী
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি