X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বিএনপির আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত’

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৫

বিএনপি দৌড়াতে না পেরে এখন হাঁটা (পদযাত্রা) কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির আন্দোলন ও আলটিমেটামের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণ-অভ্যুত্থান আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়েছে। এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, দৌড়াতে পারছে না। আজ দেশের কয়টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা হয়েছে, খোঁজ নিয়ে দেখেন। বিএনপির ডাকে মহাসমাবেশ হয়ে যায় কোনও রকম একটা সমাবেশ। তাদের আন্দোলন ও আলটিমেটামের কথা শুনলে মানুষ হাসে।’ 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১৪ বছরে দেশকে বদলে দিয়েছেন শেখ হাসিনা, এজন্য বিএনপির বুকে ব্যথা, মনে জ্বালা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈর্ষা করে লাভ নেই। বিএনপি দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। এজন্য তাদের বুকে ব্যথা এবং মনে জ্বালা ধরেছে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, টানেলের জ্বালা, ফ্লাইওভারের জ্বালা, একদিনে ১০০ সেতু উদ্বোধনের জ্বালা, রূপপুর ও পায়রা বন্দরের জ্বালা তাদের মনে। এসব উন্নয়ন তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এখন সরকারের উন্নয়নের জ্বালায় মরে যাচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সম্মেলনে অতিথিরা

১০ ডিসেম্বর সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলেছিল, ১০ ডিসেম্বর সরকার পতন হবে, শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও নেতাদের নিয়ে পালিয়ে যাবেন। খালেদা জিয়া ঢাকার রাজপথে বিজয় শোভাযাত্রা করবেন। কোথায় গেলো তাদের সেই আন্দোলন।’

তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তারেক লন্ডনে আয়েশি জীবনযাপন করছেন। লন্ডনে বসে ফেসবুক লাইভে হুঙ্কার দিচ্ছেন। সৎসাহস থাকলে দেশে আসেন। হাওয়া ভবনের যুবরাজের নাকি ১১ ডিসেম্বর দেশে আসার কথা ছিল। এ নিয়ে বিএনপির কত আওয়াজ, কত অহঙ্কার, কত লাল কার্ড। তারা ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাবে না, কারণ এটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান। তাই পছন্দ হয়নি। শেষ পর্যন্ত গরুর হাটে সমাবেশ করেছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে ভোট চোরদের আমরা চিহ্নিত করবো। যারা ভোটের নামে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল, আজিজ মার্কা ভুয়া নির্বাচন কমিশন গঠন করেছিল। তাদেরকে আগামী নির্বাচনে প্রতিহত করবো।’ 

বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এবার আগুন নিয়ে পোড়াতে এলে ওই হাত পুড়িয়ে দেবো। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ ও রাস্তা কেটেছে, রেললাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে যাত্রীকে পুড়িয়েছে, ড্রাইভার-হেলপারকে মেরেছে, সারা দেশে ভূমি অফিসে আগুন দিয়েছে, বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছে। এই বিএনপিকে চিনে রাখুন। এবার যদি আগুন নিয়ে আসে, সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত গুঁড়িয়ে দেবো।’

বিএনপির মুখে গণতন্ত্র ভূতের মুখে রাম রাম উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রহীনতা ও অগণতান্ত্রিকচর্চা যাদের দলগত বৈশিষ্ট্য, তাদের মুখে এই কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে- যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।’ 

খেলা হবে, তবে খালি মাঠে গোল দেবো না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘শক্ত খেলা চাই, শক্ত প্রতিদ্বন্দ্বী চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে আসবে। শেষ বেলায় আসবে। আরেকবার সাধিলে খাইবো অবস্থার মতো। গতবারও আসবে না, শেষ পর্যন্ত এলো। না এসে যাবে কোথায়। না এসে পালাতে পারে। একজন পালিয়েছে, বাকিরাও পালানোর পথ খুঁজবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আজকের কাউন্সিল আগামী নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাউন্সিল থেকে শপথ নিয়ে যেতে হবে, আগামী নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসন শেখ হাসিনাকে উপহার দেবো।’ 

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সম্মেলন

তিনি বলেন, ‘জিয়াউর রহমান দেশের ক্ষমতা দখলের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে কারাগারে রেখেছিল। এভাবে আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিল। দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল জিয়া।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান। 

সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত,  সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ। 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক।

/এএম/
সম্পর্কিত
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
বিএনপিসহ স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করবো: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী