হবিগঞ্জে হাতকড়াসহ আদালত থেকে এক আসামি পালিয়ে গেছেন। রিমান্ড শুনানির কথা শুনে মাদক মামলার এ আসামি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে পালান।
পলাতক রাজু মিয়া (৪০) চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি একটি মাদক মামলায় গ্রেফতার হন।
আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন।
এদিকে, আসামির পলায়নের ঘটনাটি জানাজানি হলে আদালত চত্বরে হইচই পড়ে যায়। কী মামলার আসামি পালিয়েছে তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন আইনজীবী, সাংবাদিকসহ আদালতে আসা বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষ।