X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘আমি কোরআন পড়ে দোয়া করি, আপনি আবারও প্রধানমন্ত্রী হন’

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৯:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৯:৫৬

‘আমি জাহানারা বেগম। আমার বাড়ি শ্রীমঙ্গলের কালিঘাট সড়কের মুসলিমবাগ এলাকায়। সেলাইয়ের কাজ করি। আমার তিন মেয়ে, স্বামী প্রতিবন্ধী। একসময় চোখে দেখতে পেতাম না। এখন সেলাইয়ের কাজ করে সংসার চালাই। দুই-তিন বছর ধরে সেলাইয়ের কাজ করতে পারি নাই। কাছের কিছু দেখতাম না। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছি। তারা আমারে চশমা দিয়েছে, চোখের ড্রপ দিয়েছে। এখন আমি সুস্থ। সেলাইয়ের কাজ করে খাই। এখন কোরআন শরিফ পড়তে পারি। আমি কোরআন পড়ে আপনার জন্য দোয়া করি, আপনি আবারও প্রধানমন্ত্রী হন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবেই কথাগুলো বলেছেন শ্রীমঙ্গলের কালিঘাট সড়কের মুসলিমবাগ এলাকার বাসিন্দা জাহানারা বেগম। সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার কথাগুলো শুনেছেন প্রধানমন্ত্রী। এদিন সারাদেশের ৬৫টি এলাকার সঙ্গে শ্রীমঙ্গলে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা। ভার্চুয়ালি উদ্বোধন করেন আই কেয়ার সেন্টার। প্রান্তিক পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবার প্রসার ঘটাতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই কেয়ার সেন্টার স্থাপন করেছে স্বাস্থ্য বিভাগ। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন উপকারভোগী জাহানারা বেগম।

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার বীরেন্দ্র দেবও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে অভিব্যক্তি প্রকাশের সুযোগ পান

শুধু জাহানারা নন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার বীরেন্দ্র দেবও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে অভিব্যক্তি প্রকাশের সুযোগ পান। তিনি বলেন, ‘আমি দরিদ্র মানুষ। কাম-কাজ করে খাইতাম। কাজের সময় এক দুর্ঘটনায় চোখে ব্যথা পাই। ছানি পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে আমার চোখের অপারেশ করে দিয়েছে। আমি এখন সুস্থ। চোখে দেখতে পাই।’ এ সময় প্রধানমন্ত্রী বীরেন্দ্র দেবকে একটা কাজের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

এ সময় শ্রীমঙ্গল প্রান্তে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন প্রমুখ।

সোমবার দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে সাত বিভাগের ২৮ জেলায় ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টারের’ উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এএম/
সম্পর্কিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্তা
আদালত অবমাননাট্রাইব্যুনালে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
সর্বশেষ খবর
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের