X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দুই শিশুসন্তানসহ বিষপানে স্বামীর ‘আত্মহত্যা’

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯

ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় ঘটলো ভয়াবহ ঘটনা। রাগে ও অভিমানে দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা। এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩২) এবং তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ ঋণে জর্জরিত হয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো। গত বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এতে ওই দিনই অভিমান করে স্ত্রী হাফিজা দুই শিশুসন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এতে রাগে ও অভিমানে শুক্রবার ভোরে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ দুই শিশুকন্যাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আজ বেলা ১১টায় আবদুর রউফ হাসপাতালে মারা যান। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ‘ঋণ, পাশাপাশি পরিবারের অভাব-অনটনের কারণে স্ত্রীর সঙ্গে তার (আব্দুর রউফ) সম্পর্ক ভালো যাচ্ছিল না। শুনেছি, আব্দুর রউফ বিদেশ যাওয়ার জন্য ঋণ করেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাঁদতে কাঁদতে অসুস্থ সেই শহীদকন্যার মা ও বোন, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’