X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জে বিএনপির কমিটি ঘোষণার পরপরই মারামারি

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটির ঘোষণার পর দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এ সময় পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেনের সমর্থক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও বিএনপি নেতা আবিবুল বারী রায়হান গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে মিছিলে থাকা আবু হোরায়রা ছাদ মাস্টার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে  হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন ও শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ দাবি করেন, আনন্দ মিছিল শেষে আমরা চলে আসি। এরপর কিছু নেতাকর্মী পৌর পয়েন্টে ছিলেন। এ সময় পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা করেন। এতে আমাদের তিন কর্মী আহত হন।

অপর পক্ষের লুৎফুর রহমান চৌধুরী জানান, তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। আনন্দ মিছিলের নামে ব্যঙ্গ করায় হাতাহাতির ঘটনা ঘটেছে। 
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত।

প্রসঙ্গত সুনামগঞ্জ জেলা বিএনপি সোমবার বিকালে আবু হোরায়রা মাস্টারকে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে। একইসঙ্গে সালাউদ্দিন মিঠুকে আহ্বায়ক ও এম এ মতিনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা দেওয়া হয়।

এদিকে, জেলা বিএনপি দিরাই পৌর বিএনপির কমিটিও অনুমোদন করেছে। সেখানে দিরাই পৌরসভার আহ্বায়ক করা হয়েছে পাভেল গ্রুপের মিজানুর রহমানকে। এ ছাড়া প্রথম যুগ্ম আহ্বায়ক পদে ইকবাল হোসেন চৌধুরী, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক পদে নাছির চৌধুরী গ্রুপের আমিরুল ইসলাম, তৃতীয় যুগ্ম আহ্বায়ক নাছির চৌধুরী গ্রুপের ফারুক সরদার, চতুর্থ যুগ্ম আহ্বায়ক পদে মিফতা উদ্দিন চৌধুরী রুমী গ্রুপের মাইদুল ইসলাম চৌধুরীকে রাখা হয়েছে।

এই কমিটি প্রত্যাখ্যান করেও বিক্ষোভ মিছিল করেছেন দিরাই উপজেলা বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ও পাভেল গ্রুপের নেতারা। তারা সন্ধ্যায় বিক্ষোভ করেন। পরে নাছির চৌধুরী বাসায় যান পাভেল চৌধুরী ও তার অনুসারীরা। সেখানে সদস্য বিদায়ী দিরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম বক্তব্য রাখেন। 
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের কোনও মূল্যায়ন করা হয়নি। যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছিল গত ১৬ বছর তাদেরকেই কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত না নিলে বিপদ হতে পারে, সরকারকে রিজভী
বগুড়ায় সংঘর্ষে একজন নিহত, গ্রেফতার ৭
আ.লীগকে নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, সব পদ থেকে  যুবদল নেতাকে বহিষ্কার
ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, সব পদ থেকে  যুবদল নেতাকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা