X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১২:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:১১

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ায় এর প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মানববন্ধন ও  অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন এই কলেজের শিক্ষার্থীরা। এদিকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ক্লাস রুমে ফেরত পাঠানোর চেষ্টা করেন।

কলেজ ক্যাম্পের সামনে জড়ো হয়ে ফেস্টুন ব্যানার নিয়ে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চার বর্ষের শিক্ষার্থীরা দাবি পূরণের মিছিল করছেন। নানান স্লোগানে মুখরিত করে তোলেন পুরো কলেজ ক্যাম্পাস।

গত চার বছর ধরে ন্যূনতম শিক্ষা উপকরণ ছাড়া সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠদান কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। এতেই দেখা দেয় বিভিন্ন জটিলতা। চার ব্যাচের ২১০ শিক্ষার্থী ন্যূনতম উপকরণ দিয়ে পাঠকার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে তাদের মেডিক্যাল শিক্ষা ভালো করে শেখা হচ্ছে না। দীর্ঘদিন অনেক কিছু ঘাটতি মেনে নিয়ে পাঠ কার্যক্রমে অংশ নিলেও মঙ্গলবার শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থ ব্যাচের  শিক্ষার্থীবৃন্দ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকাল সুবিধা, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এদিকে কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিক্যালের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভূঁইয়া। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও সাড়া দেননি আন্দোলনকারীরা। সুনামগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মেডিক্যাল কলেজটির অবস্থান।

/এফআর/
সম্পর্কিত
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা: ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে: আলী রীয়াজ
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে: আলী রীয়াজ
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’