X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১২:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:১১

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ায় এর প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মানববন্ধন ও  অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন এই কলেজের শিক্ষার্থীরা। এদিকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ক্লাস রুমে ফেরত পাঠানোর চেষ্টা করেন।

কলেজ ক্যাম্পের সামনে জড়ো হয়ে ফেস্টুন ব্যানার নিয়ে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চার বর্ষের শিক্ষার্থীরা দাবি পূরণের মিছিল করছেন। নানান স্লোগানে মুখরিত করে তোলেন পুরো কলেজ ক্যাম্পাস।

গত চার বছর ধরে ন্যূনতম শিক্ষা উপকরণ ছাড়া সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠদান কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। এতেই দেখা দেয় বিভিন্ন জটিলতা। চার ব্যাচের ২১০ শিক্ষার্থী ন্যূনতম উপকরণ দিয়ে পাঠকার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে তাদের মেডিক্যাল শিক্ষা ভালো করে শেখা হচ্ছে না। দীর্ঘদিন অনেক কিছু ঘাটতি মেনে নিয়ে পাঠ কার্যক্রমে অংশ নিলেও মঙ্গলবার শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থ ব্যাচের  শিক্ষার্থীবৃন্দ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকাল সুবিধা, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাফতরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এদিকে কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিক্যালের প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভূঁইয়া। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও সাড়া দেননি আন্দোলনকারীরা। সুনামগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মেডিক্যাল কলেজটির অবস্থান।

/এফআর/
সম্পর্কিত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
এনবিআরের আন্দোলন প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক