X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তনু হত্যা: ধর্মঘট সমর্থনে শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৪৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এক বিক্ষোভ মিছিল বের করেন।

শাবিতে তনু হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলের পাশাপাশি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশও করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে তনু হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি হিসেবে ‘পহেলা বৈশাখে কালো ব্যাজ ধারণ, মিছিল ও সমাবেশ’ করার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা এমনই এক রাষ্ট্রে বসবাস করছি যেখানে নারীদের মানুষ হিসাবে ভাবার কোনও পরিবেশ নেই। এ রাষ্ট্রযন্ত্র ধর্ষণকারীদের প্রশ্রয় দিয়ে বুঝিয়ে দিতে চায় তারা ধর্ষণের পক্ষে। এ ধরনের বিশৃঙ্খলার জন্য দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। স্বাধীনতার ৪৫ বছরে পরও আমরা মা-বোনকে নিরাপত্তা দিতে পারছি না, এর থেকে ব্যর্থ রাষ্ট্রের কোনও উদাহরণ হতে পারে না।

বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সভাপতি স্বপন দেবনাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়েৎ আহমেদ, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক মাহীদুল ইসলাম রাতুলসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই টিউশন শেষে বাসায় ফেরার পথে ধর্ষণের পর সোহাগী জাহান তনুকে হত্যা করা।

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী