X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দীর্ঘ অপেক্ষা শেষে ঢাবির ভর্তিযুদ্ধ শুরু

ঢাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ১১:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২:২৮

মহামারি করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকবার পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সবশেষ গত ১৬ জুলাই গৃহীত সিদ্ধান্তের আলোকে আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০ সালের এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হয়েছে।

পরীক্ষায় অংশ নিতে আজ শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে এবার পরীক্ষা কেন্দ্র এলাকায় অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। জনসাধারণের প্রবেশ ঠেকাতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

পরীক্ষা কেন্দ্রের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সহায়তা করার জন্য রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনগুলোর 'হেল্পিং বুথ'। এছাড়াও জেলা সংগঠনগুলোও শিক্ষার্থীদের সহায়তায় স্থাপন করেছে 'হেল্পিং বুথ'।

কেন্দ্রে ঢোকার অপেক্ষা

পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে রয়েছে তাপমাত্রা মাপার ব্যবস্থা। সামাজিক দূরত্ব বজায় রেখে ঢোকানো হয়েছে কেন্দ্রে। কেন্দ্রগুলো পরিদর্শনে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব শতভাগ নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার কথা বলেছি। তার প্রতিফলন দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করা আমাদের সবার ব্যক্তিগত সচেতনতার ওপর নির্ভর করে।

এবার পাঁচটি ইউনিটে ৭১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ হাজার ৩৭ জন। যার মধ্যে ‘ক’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন, 'খ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক ০৩ জন, ‘গ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ দশমিক ৯০ জন, 'ঘ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩ দশমিক ৮১ জন এবং ‘চ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪ দশমিক ৭৯ জন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী

করোনার কারণে এবারই ক্যাম্পাসের বাইরে দেশের বিভাগীয় শহরগুলোতেও ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

প্রশ্নফাঁস ঠেকাতে এবার নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।  প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা আশা করি, সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। আর যদি কোনোরকম অসদুপায় অবলম্বন করার খবর পান আমাদের অবশ্যই জানাবেন, আমরা যথোপযুক্ত সিদ্ধান্ত নেবো।

এসময় তিনি কোনোরকম গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।

পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা

/ইউএস/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
সর্বশেষ খবর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা