X
সোমবার, ১৫ আগস্ট ২০২২
৩১ শ্রাবণ ১৪২৯

শিক্ষক নির্যাতন কীসের আলামত: বাংলাদেশ শিক্ষক সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১২:৫৮আপডেট : ৩০ জুন ২০২২, ১২:৫৮

দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি  (বাশিস)।

বৃহস্পতিবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি এবং মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদারসহ অন্যান্য শিক্ষক নেতারা সই করেন।

বিবৃতিতে তারা বলা হয়, ‘হঠাৎ সংখ্যালঘু শিক্ষকদের ওপর জুলুম-নির্যাতন কীসের আলামত’ তা ভেবে দেখতে হবে। দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ না হলে কঠোর কর্মসূচির দেওয়া হবে।’

বিবৃতিতে জানানো হয়, আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। অন্যদিকে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের উপস্থিতিতে জুতার মালা পরিয়ে অপমান ও অপদস্থ করা হয়। এই দুটি ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেন শিক্ষকরা।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষক হত্যাসহ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিচ্যুতির ঘটনা মারাত্মকভাবে বেড়েছে। এসব ঘটনায় বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শিক্ষা ও জাতিকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে একটি অশুভ চক্র। মেধাবী শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিবৃতিতে শিক্ষক নেতারা নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের উপস্থিতিতে জুতার মালা পরিয়ে অপমান ও অপদস্থ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন, বাশিসের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি মোহসিন আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. শামসুল হক তরফদার, সহকারী মহাসচিব দিলরুবা, সাংগঠনিক সম্পাদক  আসাদুজ্জামান, ঝর্ণা বিশ্বাস, সোমা ভৌমিক, আব্দুর রহিম, মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল আলীম ও সহকারী প্রচার সম্পাদক এম এ সাঈদসহ প্রমুখ।

/এসএমএ/এমএস/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ব্রিজ থেকে বাস ছিটকে পড়লো নিচে, ১৪ যাত্রী আহত 
ব্রিজ থেকে বাস ছিটকে পড়লো নিচে, ১৪ যাত্রী আহত 
‌‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ’
‌‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ’
শোক দিবসে এনবিআরের ভিন্নধর্মী আয়োজন
শোক দিবসে এনবিআরের ভিন্নধর্মী আয়োজন
এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী-কুশলীদের শ্রদ্ধা
এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী-কুশলীদের শ্রদ্ধা
এ বিভাগের সর্বশেষ
‘বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে নতুন শিক্ষাক্রমে সপ্তাহে দুদিন ছুটির সিদ্ধান্ত হচ্ছে’
‘বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে নতুন শিক্ষাক্রমে সপ্তাহে দুদিন ছুটির সিদ্ধান্ত হচ্ছে’
অনশনের মাঝেও শ্রদ্ধা জানাতে ভোলেননি তারা
অনশনের মাঝেও শ্রদ্ধা জানাতে ভোলেননি তারা
‘বাংলাদেশ অতীতের যেকোনও সময়ের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে’
‘বাংলাদেশ অতীতের যেকোনও সময়ের চেয়ে উন্নত অবস্থায় রয়েছে’
করোনার মধ্যে ৪৭ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ে
করোনার মধ্যে ৪৭ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ে
ওয়েবম্যাট্রিক্স এর র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাবি
ওয়েবম্যাট্রিক্স এর র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাবি