X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসির উত্তরপত্র হারিয়ে ফেলা পরীক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২০:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:০২

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি উত্তরপত্র রাস্তায় হারিয়ে ফেলা পরীক্ষক মো. ইব্রাহিম হুসাইনকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

প্রসঙ্গত, পরীক্ষক মো. ইব্রাহিম হুসাইন রাজধানীর শেখ ফজিলাতুন নেছা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ড থেকে দেখার জন্য উত্তরপত্রগুলো নিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন প্রভাষক শিক্ষক মো. ইব্রাহিম হুসাইন। মোটরসাইকেলের পেছনে খাতাগুলো বাঁধা ছিল। অসতর্কতার কারণে সেগুলো রাস্তায় পড়ে যায়।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে বাসে তুলে দিতে মিরপুর গোলচত্বরে যান মিরপুর এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেন। হঠাৎ চোখে পড়ে এক ভিক্ষুকের হাতে এক বান্ডিল পরীক্ষার উত্তরপত্র। সন্দেহ হলে তিনি হাতে নিয়ে দেখেন— চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের লিখিত উত্তরপত্র। পরে খাতাগুলো কাফরুল থানায় জমা দেন তিনি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা অফিস আদেশে জানানো হয়, ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের ৫০টি লিখিত উত্তরপত্র মিরপুর-১০ গোল চত্বরে পাওয়া যায়। মিরপুর-১০ নম্বর এলাকার অধিবাসী মুরাদ হোসেন লিখিত উত্তরপত্র পেয়ে কাফরুল থানায় জমা দেন। ওই উত্তপত্রগুলোর দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক মো. ইব্রাহিম হুসাইন তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে ক্ষমা চান। ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. সামসুজ্জামান মৃধা লিখিত উত্তরপত্রগুলো কাফরুল থানা থেকে সংগ্রহ করে  বোর্ডে নিয়ে আসেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে খাতাগুলোর পরীক্ষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. ইব্রাহিম হুসাইনকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদাণ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ট্রেনিং নেই তবু মাস্টার ট্রেইনার
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নম্বরে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন করবেন যেভাবে
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!