X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

এইচএসসির উত্তরপত্র হারিয়ে ফেলা পরীক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২০:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:০২

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি উত্তরপত্র রাস্তায় হারিয়ে ফেলা পরীক্ষক মো. ইব্রাহিম হুসাইনকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

প্রসঙ্গত, পরীক্ষক মো. ইব্রাহিম হুসাইন রাজধানীর শেখ ফজিলাতুন নেছা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ড থেকে দেখার জন্য উত্তরপত্রগুলো নিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন প্রভাষক শিক্ষক মো. ইব্রাহিম হুসাইন। মোটরসাইকেলের পেছনে খাতাগুলো বাঁধা ছিল। অসতর্কতার কারণে সেগুলো রাস্তায় পড়ে যায়।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে বাসে তুলে দিতে মিরপুর গোলচত্বরে যান মিরপুর এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেন। হঠাৎ চোখে পড়ে এক ভিক্ষুকের হাতে এক বান্ডিল পরীক্ষার উত্তরপত্র। সন্দেহ হলে তিনি হাতে নিয়ে দেখেন— চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের লিখিত উত্তরপত্র। পরে খাতাগুলো কাফরুল থানায় জমা দেন তিনি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা অফিস আদেশে জানানো হয়, ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের ৫০টি লিখিত উত্তরপত্র মিরপুর-১০ গোল চত্বরে পাওয়া যায়। মিরপুর-১০ নম্বর এলাকার অধিবাসী মুরাদ হোসেন লিখিত উত্তরপত্র পেয়ে কাফরুল থানায় জমা দেন। ওই উত্তপত্রগুলোর দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক মো. ইব্রাহিম হুসাইন তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে ক্ষমা চান। ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. সামসুজ্জামান মৃধা লিখিত উত্তরপত্রগুলো কাফরুল থানা থেকে সংগ্রহ করে  বোর্ডে নিয়ে আসেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে খাতাগুলোর পরীক্ষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. ইব্রাহিম হুসাইনকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদাণ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন
সর্বশেষ খবর
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল