X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভাই-বোন থাকলে অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২০:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:১১

কোনও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর ভাই-বোন বা যমজ ভাই-বোন যদি আগে থেকে অধ্যয়নরত থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের নির্ধারিত আসনের ৫ শতাংশ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানো যাবে। আর যদি ভর্তিচ্ছু এমন শিক্ষার্থী সংখ্যা ৫ শতাংশের বেশি হয় সেক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি নিতে হবে।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধন করে এই সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের গত ১৬ জানুয়ারি স্বাক্ষরিত পরিপত্র বুধবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর প্রকাশ করা হয়েছে।

এতে  বলা হয়েছে, সংশ্লিষ্ট ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এ সুবিধা কোনও দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শুধু ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনও প্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী ভাই-বোন বা যমজ ভাই/বোনের ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে থেকে ভর্তি করাতে পারবে। তবে আবেদন সংখ্যা অধিক হলে ভর্তি কমিটি  লটারির মাধ্যমে ওই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা যেতে পারে।

অন্যদিকে বদলি হওয়া সরকারি কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়া বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বিদ্যালয় নির্বাচন করে শিক্ষার্থীর ভর্তির প্রত্যয়ন পত্র দিবেন। তবে আন্তঃজেলা/আন্তঃউপজেলা বদলিজনিত কারণে সরকারি কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য শ্রেণি কক্ষে স্থান সংকুলান সাপেক্ষে প্রতি শ্রেণিতে মোট আসনের ৫ শতাংশ অতিরিক্ত সংরক্ষিত রাখা যেতে পারে। তবে আবেদন সংখ্যা অধিক হলে ভর্তি কমিটি কর্তৃক লটারির মাধ্যমে ওই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে হবে।

প্রসঙ্গত, রাজধানীর নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানে ভাই-বোন ও যমজ ভাইবোন ভর্তির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখিয়ে ভর্তি নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই পরিপত্র জারি করা হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক